পর্যটক প্রবেশ নিষিদ্ধ ‘কৈলাসা’-য়, ঘোষণা স্বঘোষিত রাষ্ট্রপতি নিত্যানন্দের

মহামারীকে কেন্দ্র করেই ত্রাহি ত্রাহি রব উঠেছে বিশ্বজুড়ে। তবে শুধু মানুষই নয়, ‘দেবতা’-রাও রীতিমতো ভীত ভাইরাসের প্রকোপে। হ্যাঁ, সম্প্রতি ভাইরাসের হানা আটকাতে নিজের রাজত্বে ভারতীয় পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করলেন, স্বঘোষিত ‘গডম্যান’ স্বামী নিত্যানন্দ। ক্রমশ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে ভারতের পরিস্থিতি। তিন লাখ দৈনিক সংক্রমণের রেখে অতিক্রম করার পরেও স্থিতিশীলতায় আসেনি কোভিডের গ্রাফ। শেষ পর্যন্ত তাই এমনটাই সিদ্ধান্ত নিলেন তিনি। সেইসঙ্গে ব্রাজিল, ইউরোপ ও মালয়েশিয়ার পর্যটকদের ওপরেও চাপানো হয়েছে ‘ব্যান’।

তবে স্বামী নিত্যানন্দের এই কোভিড সচেতনতা সত্যিই অবাক করেছে সকলকে। কারণ, তাঁর নামের সঙ্গেই জুড়ে রয়েছে এক বর্ণময়তা। তাঁর হাত থেকে রেহাই পাননি নিউটন থেকে আইনস্টাইন। নিত্যতা সূত্র থেকে শক্তি, কেলাস থেকে গণিত— প্রচলিত বিজ্ঞানের মুণ্ডপাত করেই তিনি বার বার তুলে ধরেছেন নিজের তত্ত্বকে। 

বেশ কয়েক বছর আগে কর্ণাটকে ধর্ষণের অভিযোগ উঠেছিল নিত্যানন্দের বিরুদ্ধে। পাশাপাশি ছিল অপহরণ এবং শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানোর অভিযোগ। অপহরণের জন্য তাঁর দুই শিষ্যাকেও গ্রেপ্তার করে পুলিশ। খোদ তাঁর আহমেদাবাদ আশ্রম থেকে। সেটা ২০১৪ সালের ঘটনা। তারপরই ভারত থেকে পলাতক হন নিত্যানন্দ। ইকুয়েডরের কাছে একটি নির্জন দ্বীপ কিনে ফেলে সেখানেই স্থাপন করেন নিজের রাজত্ব। নাম দেন ‘কৈলাসা’। 

নিজের বানানো এই রাজত্বের পৃথক দেশ হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য জাতিসংঘে আবেদনও করেন তিনি। নিজেকে ঘোষণা করেন রাষ্ট্রপতি হিসাবে। সেখানে তিনি পছন্দের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভাও প্রতিষ্ঠা করেছেন তিনি। ‘কৈলাসা’-র রয়েছে স্বতন্ত্র পতাকা, পাসপোর্ট, এমব্লেম এমনকি মুদ্রাও। ২০১৯ সালের পর থেকে বেশ রমরমিয়েই চলছে তাঁর ব্যবসা। ভারত তো বটেই, সারা বিশ্ব থেকেই তাঁর কাছে ভিড় করেন ভক্তেরা। দেখা করতে গেলে গুণতে হয় মোটা অঙ্কের অর্থ।

আরও পড়ুন
করোনায় প্রয়াত মানবতাবাদী নেতা মৌলানা ওয়াহিউদ্দিন খান

সে যাই হোক, মহামারীর প্রথম তরঙ্গ ভয়াবহ আকার নেওয়ার পরে বেশ ভালোই ধাক্কা খেয়েছিল ‘কৈলাসা’। বন্ধ হয়েছিল পর্যটকদের আনাগোনা। ডিসেম্বরে কৈলাসা পুনরায় ভক্তদের জন্য খুলে দেওয়া হলেও, এখন আবার ‘লকডাউন’-এর পথেই হাঁটলেন ‘দেবমানব’। ‘কৈলাসা’-র আইন অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের জন্যেও কোভিড পরিস্থিতিতে বেশ কঠোর নিয়মনীতি তৈরি করা হয়েছে। সম্প্রতি এমনটাই জানাচ্ছেন তিনি টুইটারে…

আরও পড়ুন
‘ডিস্কো বাবা’, ‘বিড়ি বাবা’ থেকে ‘বিল্ডার বাবা’ – একুশ শতকেও রমরমা ‘অলৌকিক’ সাধুদের

Powered by Froala Editor

আরও পড়ুন
‘সোনার কেল্লা’ নয়, ‘জয় বাবা ফেলুনাথ’ই ছিল সৌমিত্রের প্রিয় ফেলু-সিনেমা