করোনাভাইরাসে আক্রান্ত হয় না মস্তিষ্ক, প্রমাণ দিলেন গবেষকরা

প্রথমে কোভিডে আক্রান্ত। সেখান থেকে মস্তিষ্কে হ্যামারেজ। মৃত্যু। গত এক বছরে গোটা বিশ্ব জুড়েই মিলেছে এমন উদাহরণ। তবে কি করোনাভাইরাস সরাসরি সংক্রমিত হয় মস্তিষ্কেও? চিকিৎসকদের একাংশের আশঙ্কা ছিল এমনই। এবার আশ্বস্ত করলেন গবেষকরা। সাম্প্রতিক গবেষণা জানাল, সরাসরি মস্তিষ্ককে আক্রান্ত করতে পারে না সার্স-কোভ-২। তবে পরোক্ষভাবে স্নায়বিক ক্ষতি করে মারণ ভাইরাসটি। মস্তিষ্কে যার প্রভাব কখনও প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

যদিও এই গবেষণার মূল লক্ষ্য ছিল, ভাইরাসের অজানা চরিত্রের বিষয়ে আলোকপাত করা। তা সত্ত্বেও মস্তিষ্কের ওপরে ভাইরাসের প্রভাবের ওপরেই বেশি করে জোর দিয়েছিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। অত্যাধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই চলেছিল অনুসন্ধান। তবে প্রধান গবেষক জেমস ই গোল্ডম্যানের দাবি, মস্তিষ্কের কোষে কোনোভাবেই ভাইরাল আরএনএ বা প্রোটিনের কোনো অস্তিত্ব খুঁজে পাননি তাঁরা।

সব মিলিয়ে ৪১ জন কোভিড আক্রান্ত ব্যক্তির ওপরে এই গবেষণা করেছিলেন বিজ্ঞানীরা। সকলেই প্রাপ্ত বয়স্ক। বয়স ৩৮ থেকে ৯৭ বছর। প্রাথমিকভাবে সংগ্রহ করা হয়েছিল তাঁদের ক্লিনিকাল রিপোর্ট। সেখান থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল করোনাভাইরাসে প্রায় ঝাঁঝরা হয়ে গেছে প্রত্যেকের ফুসফুস। তবে প্রত্যক্ষভাবে কোনো প্রভাব নেই মস্তিষ্কে। পরবর্তীতে তাঁদের মস্তিষ্কের এমআরআই ও সিটি স্ক্যান করান চিকিৎসকরা। তাতেও আশানুরূপ ফলাফল আসে।

তবে এখানেই নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছিল না সত্যিই আক্রান্ত কিনা মস্তিষ্ক। ফলত মস্তিষ্কের নিউরোন ও গ্লিয়া কোষগুলির মধ্যে ভাইরাল আরএনএ-র শনাক্তকরণের জন্য সিটু ও আরটি-পিসিআর টেস্ট করা হয়। কারণ ভাইরাস দ্বারা মস্তিষ্ক আক্রান্ত হলে, ভাইরাল প্রোটিন ও আরএনএ-এর ছাপ থেকে যায় কোষগুলিতে। কিন্তু সেই পরীক্ষাতেও তেমন কোনো প্রমাণ পাননি গবেষকরা। যদিও আরটিপিসিআর টেস্টে মস্তিষ্কের আচ্ছাদনকারী লেপটোমিনেজ স্তকে অত্যন্ত স্বল্প পরিমাণ ভাইরাল আরএনএ-এর অস্তিত্ব দেখা গেছে। গবেষকদের অনুমান এই অংশটির সঙ্গে রক্তনালির যোগ থাকায়, রক্তবাহিত হয়েই সেখানে পৌঁছেছে ভাইরাসের আরএনএ। তা মস্তিষ্ক সংক্রমণের সূচক হতে পারে না কোনোভাবেই। 

আরও পড়ুন
ড্রপলেট নয়, করোনাভাইরাস বায়ুবাহিত; জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা

কিন্তু মস্তিষ্ক আক্রান্ত না হলেও, করোনাভাইরাস রক্তপ্রবাহ এবং দেহের অন্যত্র স্নায়ুতন্ত্রে যে পরোক্ষ প্রভাব ফেলছে— তাতে সন্দেহ নেই কোনো। ফলে, অনাক্রম্যতা লাভের পরেও ভাইরাসের প্রভাব যে থেকে যেতে পারে দীর্ঘদিন, থেকে যাচ্ছে সেই আশঙ্কা…

আরও পড়ুন
করোনাবিধি না-মানায় শাস্তি, নিজের প্রশাসনকেই জরিমানা দিলেন নরওয়ের প্রধানমন্ত্রী

Powered by Froala Editor

আরও পড়ুন
টিকা নিলেই নিশ্চিন্ত নয়, আবারও ঘটতে পারে করোনা সংক্রমণ