ড্রপলেট নয়, করোনাভাইরাস বায়ুবাহিত; জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা

সংক্রমণের একেবারে শুরুর দিক থেকেই বহু বিজ্ঞানী দাবি করেছিলেন কোভিড-১৯ আসলে বায়ুবাহিত রোগ। তবে শেষ পর্যন্ত গৃহীত হয়নি সেই মতবাদ। বরং ওয়াটার ড্রপলেট তত্ত্বের ওপর ভিত্তি করেই প্রতিকারের কথাগুলি বিবেচনা করা হয়েছিল। তবে করোনা যে বায়ুবাহিত, সে ব্যাপারে এবার দৃঢ় প্রমাণ খুঁজে পেলেন গবেষকরা।

মেডিক্যাল জার্নাল অফ ল্যানসেটে সম্প্রতি প্রকাশিত হয়েছে এই নতুন মূল্যায়নটি। আর এই গবেষণার দাবিই নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার মোট ছয় বিশেষজ্ঞ জড়িত ছিলেন এই গবেষণার সঙ্গে। তবে এই নতুন তত্ত্ব প্রমাণের পাশাপাশি, পূর্ববর্তী ধারণাকেও রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন তাঁরা। গবেষণাপত্রের সহ-লেখক হোসে-লুইস জানাচ্ছেন, বড়ো ড্রপলেটের মাধ্যমে করোনার সংক্রমণ প্রায় অসম্ভব। 

অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ট্রিশ গ্রিনহাল্গের নেতৃত্বে আরও একটি গবেষকদল পর্যালোচনা করেন এই বিষয়টির ওপর। তাঁরাও সমর্থন জানিয়েছেন ল্যানসেটে প্রকাশিত গবেষণাপত্রটিকে। কোভিড যে বায়ুবাহিত তাঁর স্বপক্ষে ১০টি পৃথক প্রমাণ চিহ্নিত করেছেন তাঁরা। সেখানে প্রথমেই উল্লেখ করা হয়েছে স্ক্যাগিট কোয়ার সংক্রমণের কথা। কেবলমাত্র একজন ব্যক্তির থেকেই সেক্ষেত্রে সংক্রমিত হয়েছিলেন ৫৩ জন। অথচ, প্রত্যেকের সঙ্গে যে সামনাসামনি কথা বলেছিলেন ওই ব্যক্তি, তেমনটা নয়। এই ঘটনাতেই জোর দিচ্ছেন গবেষকরা। করোনাভাইরাস একমাত্র বায়ুবাহিত হলেই, এভাবে সংক্রমণ সম্ভব বলে দাবি তাঁদের।

গবেষকদের এই সন্দেহ সত্যি হলে পরিণতি হতে পারে ভয়ঙ্কর। কারণ, মাস্কের মাধ্যমে ড্রপলেটের সংক্রমণ আটকানো গেলেও, বায়ুবাহিত সংক্রমণ রোখা বেশ কঠিন কাজ। সরাসরি শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেই আক্রান্ত হতে পারেন মানুষ। বাড়িতেও সর্বক্ষণ মাস্ক পরে থাকা অসম্ভব নয় মানুষের পক্ষে। গবেষকরা সতর্ক করছেন, ৬ ফুটের দূরত্ববিধিও এই সংক্রমণকে ঠেকাতে অপ্রতুল। এমনকি ভেন্টিলেশনের মাধ্যমে সংযুক্ত দুটি ঘরের মধ্যেও সংক্রমণ হতে পারে। আর সেই কারণেই উপসর্গহীন রোগীদের থেকেও আক্রান্ত হতে পারেন কোনো ব্যক্তি।

আরও পড়ুন
করোনাবিধি না-মানায় শাস্তি, নিজের প্রশাসনকেই জরিমানা দিলেন নরওয়ের প্রধানমন্ত্রী

বিষয়টিতে যাতে গুরুত্ব দিয়ে মনোনিবেশ করা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও অন্যান্য জনস্বাস্থ্য সংস্থার কাছে সেই আবেদনই করতে চলেছেন বিজ্ঞানীরা। বদল দরকার নিরাপত্তা বিধির ক্ষেত্রেও। জনসমাবেশ কমানোর পাশাপাশি, বায়ু পরিশোধক এবং ভেন্টলেশনের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। স্বাস্থ্যকর্মীদেরও বলা হচ্ছে উন্নতমানের পিপিই কিট পরে কাজ করার জন্য। তা না হলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বায়ুবাহিত করোনাকে…

আরও পড়ুন
টিকা নিলেই নিশ্চিন্ত নয়, আবারও ঘটতে পারে করোনা সংক্রমণ

Powered by Froala Editor

আরও পড়ুন
গায়ত্রী জপে সারবে করোনা! এইমস-কে গবেষণার নির্দেশ কেন্দ্রের

More From Author See More