উপার্জনের দায়ে অটো চালাচ্ছেন জাতীয় স্তরের বক্সিং চ্যাম্পিয়ন

ক্রিকেটে গোটা বিশ্বের মধ্যে এখন অন্যতম শক্তি ভারত। কিন্তু সেদিক থেকে দেখতে গেলে অলিম্পিক কিংবা অন্যান্য ক্রীড়ামঞ্চে ভারতের দাপট নেই তেমন। কারণ খুঁজতে গেলে প্রথমেই উঠে আসবে বিনিয়োগের প্রসঙ্গ। হ্যাঁ, টাকা। ক্রিকেটে ভারতের উত্থান, জনপ্রিয়তা এবং ক্রমবর্ধমান বিনিয়োগই যেন ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে অন্যান্য খেলাধুলার সঙ্গে জড়িত অ্যাথলিটদের। সেই কথাই যেন আরও একবার প্রমাণ করে দিল সাম্প্রতিক ভাইরাল হওয়া এক দৃশ্য।

আবিদ খান। নামটা চেনা লাগছে না নিশ্চয়ই? সেটাই স্বাভাবিক। কারণ, তিনি জড়িত ছিলেন বক্সিং-এর মতো একটি ক্রীড়াক্ষেত্রের সঙ্গে। ভারতের এককালীন এই জাতীয় চ্যাম্পিয়নের এখন দিন কাটছে অটো চালিয়েই। হ্যাঁ, অর্থাভাবের সঙ্গে পাল্লা দিতে অটোচালকের পেশাকেই বেছে নিয়েছেন তিনি।

আশির দশকের কথা। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন আবিদ খান। সেখান থেকেই শুরু তাঁর বক্সিং কেরিয়ারের। বিশ্ববিদ্যালয়ের হয়ে একের পর এক প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন নর্থ ইন্ডিয়া বক্সিং চ্যাম্পিয়নশিপও। আন্তর্বিশ্ববিদ্যালয় তো বটেই জাতীয় স্তরেও বেশ কয়েকটি মেডেল রয়েছে তাঁর।

শুধু পেশাদার ক্রীড়াবিদই নয়, তিনি একজন প্রশিক্ষিত ট্রেনারও। পাতিয়ালার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস থেকে বক্সিং কোচিংয়ের ডিপ্লোমা করেছিলেন আবিদ। সেটা ১৯৮৮-৮৯ সাল। তারপর ভারতের সেনাবাহিনীর বক্সিং দলের কোচ হিসাবে নিযুক্ত হয়েছিলেন তিনি। টানা ৫ বছর সেই দায়িত্ব পালন করেছেন আবিদ খান। তবে বক্সিং-এর জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকায় এই জীবিকার ওপর নির্ভর করে বেঁচে থাকা দায় হয়ে উঠেছিল। ফলত, জীবিকা পরিবর্তন।

আরও পড়ুন
হার মেনেছে দৃষ্টিহীনতাও, স্কেটবোর্ডে ভর দিয়েই অলিম্পিকের স্বপ্ন জন্মান্ধ খেলোয়াড়ের

সম্প্রতি, ‘স্পোর্টস গাও’ নামের একটি ইউটিউব চ্যানেল প্রকাশ্যে আনে আবিদ খানের হারিয়ে যাওয়া সেই ইতিহাস, বর্তমানে অবস্থা। বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। সেইসঙ্গে পুনরায় বিতর্ক উঠে এসেছে, ভারতীয় ক্রীড়াজগতের বৈষম্য নিয়ে। ক্রিকেট ছাড়া অন্যান্য ক্রীড়াক্ষেত্রে অসম্মান এবং অবহেলার শিকার হচ্ছেন প্রথিতযশা খেলোয়াড়রা। পারতপক্ষে এভাবেই নিরুৎসাহিত করা হচ্ছে তরুণ প্রজন্মকেও।

আরও পড়ুন
অর্থাভাব ঠেলে দিল আত্মহত্যায়, ২৪ বছর বয়সে প্রয়াত বাংলার আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়ান

এই বিতর্ক যে আজকের, তেমনটা নয়। এর আগেও এই ধরণের উদাহরণ বার বার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তরজাও চলেছে বেশ। তবে এতকিছুর পরেও খুব একটা হাল ফেরেনি তাঁদের। টনক নড়েনি সরকারের। এই অব্যবস্থার পরিবর্তন কীভাবে সম্ভব, তা জানা নেই কারোরই…

আরও পড়ুন
শরণার্থী থেকে জাতীয় দলের খেলোয়াড় – আব্দুল শাকুর ও জার্মানির ক্রিকেট দলের গল্প

Powered by Froala Editor