অলিম্পিকের আগেই কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮টি সোনা ভারতের

আগামী ৬ আগস্ট থেকে টোকিও অলিম্পিকের মঞ্চে বসতে চলেছে কুস্তির আসর। তার ঠিকই আগেই কুস্তির ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপে বড়োসড় সাফল্য পেল ভারতীয় দল। একটা-দুটো নয়, সব মিলিয়ে ৮টি স্বর্ণপদক ছিনিয়ে নিল ভারত। সেইসঙ্গে পুরুষ বিভাগের দলীয় পারফর্মেন্সে প্রথমবারের জন্য চ্যাম্পিয়নের মুকুট উঠল ভারতের মাথায়। কুস্তিতে এত বড়ো সাফল্য এক কথায় ঐতিহাসিকই বটে।

বিগত ২০ জুলাই থেকে হাঙ্গেরির বুদাপেস্টে শুরু হয়েছিল কুস্তির ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপ। শুরু থেকেই কুস্তির মঞ্চে ঝড় তুলেছিলেন ভারতীয় প্রতিনিধিরা। অমন গুলিয়া এবং সাগর জাগলান ভারতকে সোনা এনে দিয়েছিলেন যথাক্রমে ৪৮ ও ৮০ কেজি বিভাগে। ২২ তারিখ জয়দীপ এবং চিরাগের আরও দুটি স্বর্ণপদক আনার পর প্রায় নিশ্চিত হয়ে যায় ভারতের বিশ্বজয়। তাছাড়াও জশকরণ সিং এবং সাহিল ব্রোঞ্জ পদক এনে দেন ভারতকে।

সব মিলিয়ে পুরুষ বিভাগে ১৪৭ পয়েন্ট সংগ্রহ করে ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্যালি থেমে যায় ১৪৩ পয়েন্টে। সামান্যের জন্য হলেও দলীয় বিভাগে বিশ্বসেরার মুকুট ওঠে ভারতের মাথায়। উল্লেখ্য, এর আগে ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৯টি আসরের ৮টিতেই জয়ী হয়েছিল রাশিয়া। একবার জয় ছিনিয়ে নিয়েছিল ইরান। এবার এই দুই দেশের পাশাপাশি সেই তালিকায় যুক্ত হল ভারতের নাম।

বুদাপেস্টে কুস্তির আসরে জয়জয়কার ভারতের মহিলা বিভাগেরও। রবিবার সকালে ঐতিহাসিক ম্যাচে সোনা পেয়েছিলেন মহিলা কুস্তিগির প্রিয়া মালিক। রুদ্ধশ্বাস ফাইনালে একটিও পয়েন্ট নষ্ট না করেই বেলারুশের সেনিয়া পাতাপোভিচকে ধরাশায়ী করেছিলেন তিনি। তবে স্থানীয় সময়ের হিসাবে দেখতে গেলে এই একই দিনে সোনা জিতেছেন ভারতীয় তরুণী কোমল পাঞ্চাল। তার একদিন আগেই ৪৩ কেজি বিভাগে স্বর্ণপদক এনেছিলেন কুস্তিগির তন্নু। ব্রোঞ্জ পদক আনেন বর্ষা। ফলে মহিলা বিভাগে সবমিলিয়ে ভারতের পদক সংখ্যা দাঁড়ায় ৪টি। তবে দলগত পারফর্মেন্সের ক্ষেত্রে রুপো পেয়েই সন্তুষ্ট থাকতে হল ভারতের মহিলা বাহিনীকে। সব বিভাগ মিলিয়ে ১৩৯ পয়েন্ট সংগ্রহ করে ভারতের মহিলা দল। অন্যদিকে ১৪৯ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান ধরে রাখে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন
ভাগ্যের পরিহাসে অলিম্পিক ফাইনাল থেকে বাদ ভারতীয় শুটার

অলিম্পিকে কুস্তির আসর শুরু হওয়ার আগেই এই বড়ো জয় পেয়ে উত্তেজনায় ফুটছে ভারত। এবার অলিম্পিকেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলেই আশাবাদী ক্রীড়াবিদরা। অলিম্পিকে কমপক্ষে চারটি পদক শুধু কুস্তি থেকেই আসার সম্ভাবনার কথা জানাচ্ছেন তাঁরা। বাড়তে পারে সংখ্যা। আর সেটা যদি হয় তবে ২০১৬ অলিম্পিকের সাফল্যকেও চলতি বছরে ছাপিয়ে যাবে ভারত। এখন শুধু অপেক্ষা সেই ঐতিহাসিক মুহূর্তের…

আরও পড়ুন
‘মোদের কোনো দ্যাশ নাই’, অলিম্পিকে হাজির উদ্বাস্তুদের বিশেষ দলও

Powered by Froala Editor

আরও পড়ুন
বয়স মাত্র ১২, পরাজয়েও লড়াই থামেনি অলিম্পিকের কনিষ্ঠতম খেলোয়াড়ের

More From Author See More