অবশেষে ম্যালেরিয়ার সঙ্গে দীর্ঘ লড়াইতে জয় আসতে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট জানাল গত বছর ম্যালেরিয়াজনিত কারণে মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে সর্বকালীন সর্বনিম্নে। গত দুই দশকে মশাবাহিত এই রোগে মৃত্যুর হার কমেছে ৬০ শতাংশ। ২০০০ থেকে ২০১৯ বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা কমেছে গত দুই দশকের থেকে ১৫০ কোটি। পাশাপাশি এড়ানো গেছে প্রায় ৭৬ লক্ষ মৃত্যু।
বিশ্ব ম্যালেরিয়া রিপোর্ট অনুযায়ী প্রতিটি আক্রান্তের ঘটনার বিশ্লেষণ, কর্মসূচি এবং সচেতনতা প্রচার এই গত দু’দশকে সর্বনিম্ন সংখ্যায় এনে দাঁড় করিয়েছে ম্যালেরিয়াকে। যা অভূতপূর্ব একটি সাফল্য। চলতি বছরের রিপোর্ট করোনা মহামারীর পাশাপাশি বিশেষ বিভাগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জোর দিয়েছে ম্যালেরিয়া প্রতিরোধ কৌশলেও। ম্যালেরিয়ার হটস্পটগুলি চিহ্নিত করে দ্রুত বিশ্লেষণের কর্মসূচি নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সেইসঙ্গে বাড়ানো হয়েছে বিনিয়োগও। সব মিলিয়ে ৯১টি দেশ এগিয়ে এসেছে ম্যালেরিয়া প্রতিরোধে আর্থিক বিনিয়োগের জন্য। ২০১৮ সালে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও নির্মূলকরণে বাজেট ছিল ২৭০ কোটি ডলার। চলতি বছরে তা বাড়িয়ে নির্ধারিত হয়েছে ৩০০ কোটি ডলার। অনুদানের ক্ষেত্রে ২০১৯ সালে সর্বাধিক অবদান এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে। প্রায় ১১০ কোটি ডলার বিনিয়োগ করেছিল যুক্তরাষ্ট্র।
তবে ম্যালেরিয়ায় সব থেকে আশঙ্কাজনক স্তরে রয়েছে শিশুরাই। পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে আক্রান্তের আনুমানিক দুই-তৃতীয়াংশদেরই সম্ভব হয় না বাঁচানো। সেইদিকটাই এবার পাকা করার উদ্যোগ নিয়েছে হু। ম্যালেরিয়া নিয়ন্ত্রণে হু বিশেষ পরিকাঠামো গঠনের আবেদন জানিয়েছে প্রতিটি দেশ এবং অলাভজনক সংস্থাকে। বর্তমানে মৃত্যুর হার ০.০১ শতাংশ। প্রয়োজনীয় পদক্ষেপ নিলে তা সম্পূর্ণভাবে নির্মূল হবে আর কয়েকবছরের মধ্যেই। এমনই আশার আলো দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আরও পড়ুন
কাঁচামালের অভাব বেঙ্গল কেমিক্যালসে, ম্যালেরিয়ার ওষুধ তৈরি সংকটে
Powered by Froala Editor
আরও পড়ুন
বিনামূল্যে রেশন, ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা – করোনা-রোধে সদর্থক ভূমিকা প্রশাসনের