করোনা রোগীদের চিকিৎসার জন্য তৈরি হবে ২০টি প্লাজমা ব্যাঙ্ক, জানাল রাজ্য স্বাস্থ্য দপ্তর

করোনা পরিস্থিতিতে ক্রমশ চাহিদা বাড়ছে রক্তের প্লাজমার। অথচ সমস্ত ব্লাড ব্যাঙ্কের মিলিত সঞ্চয় দিয়েও সেই পরিমাণ জোগান দেওয়া যাচ্ছে না। তাই এই পরিস্থিতিতে সারা রাজ্যে মোট ২০টি প্লাজমা ইউনিট খোলার পরিকল্পনা জানিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানানো হয়েছে এমনটাই।

এতদিন কেবলমাত্র মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেই প্লাজমা ইউনিটের বন্দোবস্ত ছিল। এতে মোটামুটি জোগান দিতে কোনো অসুবিধা হত না বলেই জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। কিন্তু এর মধ্যেই হঠাৎ মহামারী এসে পরিস্থিতি জটিল করে তুলল। আর তাই দ্রুততার সঙ্গে প্লাজমা ইউনিটের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন তাঁরা।

আপাতত কলকাতায় ৭টি এবং রাজ্যের অন্যান্য জেলায় আরও ১৫টি প্লাজমা ইউনিট খোলা হবে বলে জানানো হয়েছে। কলকাতায় ৫টি মেডিক্যাল কলেজ ছাড়াও সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক এবং মানিকতলা ইএসআই হাসপাতালে ইউনিট খোলা হবে। অন্যদিকে উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমানে ইউনিট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্লাজমা ব্যাঙ্ক থেকে ইউনিট নেওয়ার বিষয়ে যথেষ্ট কড়াকড়ি করা হবে বলেই জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। প্রথমে কেবলমাত্র করোনা আক্রান্ত চিকিৎসাধীন রোগীদের জন্যই প্লাজমা দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেইসঙ্গে উপযুক্ত দাতা খুঁজে পাওয়ার বিষয়েও জোর দেওয়া হবে। এই মহামারী পরিস্থিতিতে সরকারের এই পদক্ষেপ বেশ জরুরি ছিল বলেই মনে করছেন স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

Powered by Froala Editor