মৃত্যুর পরেও সচেতন থাকে মস্তিষ্ক, ফিরে আসে স্মৃতি!

মানবদেহের সবচেয়ে রহস্যময় অঙ্গ মস্তিষ্ক। বিভিন্ন প্রয়োজনীয় হরমোন ক্ষরণ থেকে শুরু করে স্নায়বিক প্রতিবর্ত ক্রিয়ার পরিচালনা— সবটার পিছনেই রয়েছে মস্তিষ্কের অবদান। এবার মানব মস্তিষ্কের আরও এক রহস্যের উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা। জানালেন, মৃত্যুর পরেও সক্রিয় থাকে মস্তিষ্ক (Human Brain)। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরেও চালিয়ে যায় তার কাজ। 

এই আবিষ্কার খানিকটা আকস্মিক ও ‘দুর্ঘটনাবশত’। বিগত বেশ কয়েকদিন ধরেই মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন ভ্যাঙ্কুভারের এক মৃগী রোগী। অবস্থা সংকটজনক হওয়ায় ২৪ ঘণ্টাই তাঁর শারীরিক পরিবর্তন পর্যবেক্ষণের বন্দোবস্ত করেছিলেন চিকিৎসকরা। সেই সূত্রেই ইলেকট্রো এনসেফালোগ্রাফি যন্ত্রের মাধ্যমে রেকর্ড করা হচ্ছিল তাঁর মস্তিষ্কের সক্রিয়তা। তাতেই একটি অদ্ভুত ঘটনা লক্ষ করেন চিকিৎসকরা। মৃত্যুর ঠিক তিরিশ সেকেন্ড আগে অতিসক্রিয় হয়ে ওঠে তাঁর মস্তিষ্ক। যে সক্রিয়তা স্থায়ী ছিল হৃদস্পন্দন থেমে যাওয়ার অর্থাৎ মৃত্যুর আরও ৩০ সেকেন্ড পর পর্যন্ত। 

ভ্যাঙ্কুভারের এই অদ্ভুত ঘটনা নিয়ে গবেষণা শুরু করেন ইস্টোনিয়ার টার্টু বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাঁদের সেই গবেষণাতেই উঠে আসে প্রতিটি মৃত্যুর আগে স্নায়বিকভাবে সক্রিয় হয়ে ওঠে মস্তিষ্ক। মস্তিষ্কের মধ্যে দ্রুত প্রবাহিত হতে থাকে স্নায়বিক তরঙ্গ। যা মূলত দেখা যায় স্বপ্ন দেখা কিংবা স্মৃতিরোমন্থনের সময়। অর্থাৎ, মৃত্যুর আগে জীবনের কোনো স্মরণীয় ঘটনার স্মৃতিই যেন ফিরে আসে এই ১ মিনিটের ব্যবধানে। 

এর আগে ২০১৩ সালে ইঁদুরের ওপর একটি পরীক্ষা করে একদল মার্কিন গবেষক জানিয়েছিলেন মৃত্যুর পরেও বেশ কিছুক্ষণ সতেজ থেকে ইঁদুরের মস্তিষ্ক। তাছাড়াও মৃত্যুমুখ থেকে ফিরে আসা একাধিক রোগীর অভিজ্ঞতায় উঠে এসেছিল চরম মুহূর্তে অদ্ভুত দৃশ্য দেখতে পাওয়ার মতো ঘটনা। সাধারণভাবে তা ডিলিউশন বলেই মনে করতে বিজ্ঞানীরা। তবে আদতে তা যে মস্তিষ্কের অতিসক্রিয়তারই ফলাফল, এবার তার প্রত্যক্ষ প্রমাণ পেলেন গবেষকরা। 

আরও পড়ুন
পিঁপড়ের মস্তিষ্কের দখল নিয়ে বংশবিস্তার করে এই ছত্রাক!

সম্প্রতি ‘ফ্রন্টিয়ার্স ইন এজিং নিউরোসায়েন্স’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্র। এই বিশেষ বিষয়ে আগামীদিনে আরও বিস্তারিত গবেষণা চালানো হবে বলেই জানাচ্ছেন ভ্যাঙ্কুভারের গবেষকরা। তাতে মস্তিষ্কের আরও চাঞ্চল্যকর রহস্যের সমাধান মিলবে বলেই আশাবাদী তাঁরা…

আরও পড়ুন
স্তন্যপায়ীদের মস্তিষ্কের সমান কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা : গুগল

Powered by Froala Editor

আরও পড়ুন
মানুষের দেহেই রয়েছে ‘দ্বিতীয় মস্তিষ্ক’! হদিশ দিলেন গবেষকরা