আলো, সত্যিই এক রহস্যময় শক্তি। তাকে কাজে লাগিয়ে যে কতকিছু করা সম্ভব, আজও স্পষ্ট জানেন না বিজ্ঞানীরা। সম্প্রতি সিয়োলের সেন্টার ফর মলিকিউলার স্পেক্ট্রোস্কপি অ্যান্ড ডিনামিক্সে তেমনই এক অভূতপূর্ব আবিষ্কারের সাক্ষী থাকলেন বিজ্ঞানীরা। একটি সামান্য অনুবীক্ষণ যন্ত্র। কিন্তু তার সাহায্যে করোটির ভিতরে স্নায়ুর চলাফেরা দেখা যাবে নিখুঁতভাবে।
সিয়োলের বিজ্ঞানী অধ্যাপক চোই ওয়াংশিকের নেতৃত্বে গবেষণা দলটি এই অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে। করোটির অর্ধস্বচ্ছ আবরণ ভেদ করে যখন আলো আসে তখন তাতে নানা বিচ্যুতি দেখা যায়। সেইসব বিচ্যুতি সংশোধনের জন্য তৈরি হয়েছে নতুন অ্যালগরিদম। আর সম্প্রতি ‘নেচার কমিউনিকেশন’ পত্রিকায় সেই গবেষণাপত্র প্রকাশিতও হয়েছে। এমন একটি আবিষ্কার সাড়া ফেলে দিয়েছে সমস্ত বিজ্ঞানীমহলে।
গবেষণাপত্রের সঙ্গে প্রকাশিত হয়েছে একটি পরীক্ষার পর্যবেক্ষণও। তাতে দেখা গিয়েছে কীভাবে ইঁদুরের করোটি ভেদ না করেও তার মস্তিষ্কের যাবতীয় কাজ বোঝা গিয়েছে। অধ্যাপক চোই-এর কথায়, বিশেষ করে পরীক্ষাধীন ইঁদুরদের মস্তিষ্ক বোঝার জন্যই এই অণুবীক্ষণ যন্ত্র বিশেষভাবে কাজে লাগবে। এতদিন তার জন্য অস্ত্রোপচারের দরকার পড়ত। এখন আর তার দরকার হবে না। আর সেইসঙ্গে বহু পরীক্ষাধীন ইঁদুরও মুক্তি পাবে অপ্রয়োজনীয় যন্ত্রণার হাত থেকে।
Powered by Froala Editor