খাবার না পেয়েই মারা যাবে যক্ষ্মার ব্যাকটেরিয়া, অভিনব আবিষ্কার বিজ্ঞানীদের

করোনা ভাইরাসের আতঙ্কে স্তব্ধ সারা পৃথিবী। কাউকে কাশতে দেখলেই সন্দেহের চোখে তাকাচ্ছেন আশেপাশের মানুষ। কিন্তু আরও নানা জীবানুর প্রকোপে কাশির উপসর্গ দেখা দেয়। বিশেষ করে আজ থেকে এক শতাব্দী আগেও ক্রমাগত কাশির অর্থই ছিল টিবি অর্থাৎ টিউবারকিউলোসিস। বাংলায় যাকে বলা হত রাজরোগ। না, আজও তার প্রকৃত কোনো চিকিৎসার সন্ধান পাওয়া যায়নি। যত ধরণের ওষুধ এবং প্রতিষেধক তৈরি হচ্ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে ব্যাকটেরিয়ার চরিত্রও। তবে এবার টিবির সঙ্গে মোকাবিলার এক অভিনব পদ্ধতি খুঁজে পেলেন বিজ্ঞানীরা।

গুয়েলফ ইউনিভার্সিটির একদল গবেষক সম্প্রতি আবিষ্কার করেছেন এক বিশেষ ধরনের উৎসেচক। আর এই উৎসেচক টিবি ব্যাকটেরিয়াকে অনাহারে রেখে হত্যা করবে। গুয়েলফ ইউনিভার্সিটির গবেষক ডঃ স্টিফেন শী জানিয়েছেন, মানুষের শরীর থেকে কোলেস্টেরল নিয়েই বেঁচে থাকে টিবি ব্যাকটেরিয়া। কোনোভাবে কোলেস্টেরলের ভাঙন রোধ করতে পারলেই তার খাদ্যসঙ্কট দেখা দেবে। আর তার পথও পাওয়া গেল সমগোত্রের আরেকটি ব্যাকটেরিয়ার থেকেই।

থার্মোমোনস্পোরা কার্ভাটা নামের এই উৎসেচক মানুষের শরীরে কোলেস্টেরলের ভাঙন রোধ করতে পারে। যদিও দীর্ঘদিন এই ওষুধ ব্যবহার করলে কোনোধরনের বিরূপ প্রতিক্রিয়া পড়বে কিনা, সে-বিষয়ে নিশ্চিত নন গবেষকরা। তবে ততদিনে শরীর ব্যাকটেরিয়ামুক্ত হয়ে যাবে, সেটা নিশ্চিতভাবে বলছেন ডঃ শী। আর এই অভিনব প্রক্রিয়া ভবিষ্যতে অন্যান্য ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াইতেও পথ দেখাতে পারে। এখনও অনুমোদন না পেলেও এই অভিনব গবেষণা সাড়া ফেলে দিয়েছে পৃথিবীজুড়ে।

Powered by Froala Editor

Latest News See More