ফর্মুলায় ভবিষ্যদ্বাণী করেই গণিতের ‘নোবেল’জয়ী মার্টিন হায়রার

গণিতে নোবেলের মতো সমতুল্য, সম্মানজনক পুরস্কার হল ব্রেকথ্রু। সম্প্রতি ঘোষিত হল ২০২১ ব্রেকথ্রু পুরস্কারের তালিকা। আর সেখানেই গণিতে সেরার সম্মান অর্জন করলেন যুক্তরাজ্যের গণিতবিদ মার্টিন হায়রার। তাঁর আবিষ্কৃত গাণিতিক সমাধান রহস্য উন্মোচন করবে অনেক বাস্তব সমস্যার।

মার্টিন হায়রারের গবেষণার বিষয় ছিল স্টোকাস্টিক বিশ্লেষণ। যা প্রকৃতির এলোমেলো, অবিশ্বাস্য ঘটনাগুলির ফলাফল আগে থেকে নির্ণয় করার পদ্ধতি। ধরা যাক কোনো নির্দিষ্ট জায়গায় অগ্নিসংযোগ ঘটেছে। তার বিস্তার কীভাবে হবে কিংবা জল কোনপথে প্রবাহিত হবে তা আগে থেকেই বলা সম্ভব হবে হায়রারের তৈরি সমীকরণের মাধ্যমে। ঠিক যেন ভবিষ্যদ্বাণী। এই অভিনবত্বের জন্যই তাঁর আবিষ্কারকে সেরার সম্মান দিয়েছে ব্রেকথ্রু কমিটি।  

উল্লেখ্য, জেনেভা বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ প্রফেসর আর্নস্ট হায়রারের পুত্র তিনি। ২০১৪ সালে প্রথম ১৮০ পৃষ্ঠার একটি গবেষণাপত্র জমা দিয়েছিলেন। 'নিয়মিততা কাঠামো' নামের এই গবেষণাপত্রের বাস্তব প্রয়োগ সম্ভব শেয়ার বাজারে ওঠানামা থেকে ব্যাকটেরিয়ার সংক্রমণ অবধি যে কোনো কঠিন ক্ষেত্রেই। আপাতদৃষ্টিতে এলোমেলো এই ঘটনাগুলিকে যে সমীকরণের মাধ্যমে অনুমান করা যায়, তার ধারণা এর আগে ছিল না কখনোই। যদিও তিনি জানাচ্ছেন এই ধরণের সমস্যার হুবহু সঠিক বিবরণ দেওয়া খুবই কঠিন। তবুও সম্ভাব্য ফলাফল নির্ণয় আগে থেকে খানিকটা হলেও অনুমেয়।

পুরস্কার পেয়ে নিজেও অবাক প্রফেসার হায়রার। তাঁর তৈরি গণিত যদি বাস্তব জীবনে মানুষের কাজে আসে, আরও অনেক বিজ্ঞানীকে অনুপ্রাণিত করে, তার থেকে বড়ো সাফল্য আর কিছুই না। এমনটাই মনে করছেন তিনি। 

গবেষণার মতো ক্ষেত্রে জড়িয়ে থাকলেও অর্থাভাব তাঁর পিছু ছাড়েনি। লন্ডনের একটি ফ্ল্যাটে তাঁর স্ত্রী লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গণিতবিদ জিউ-মে লি’র সঙ্গেই ভাড়া থাকতেন তিনি। হায়রার জানান, পুরস্কারের অর্থ লন্ডনের বুকে মাথার ওপর পাকাপাকি ছাদের ব্যবস্থা করতে সাহায্য করবে তাঁকে।

গণিত ছাড়া মৌলিক স্তরের পদার্থবিদ্যায় এই পুরস্কার পেয়েছেন এরিক অ্যাডেলবার্গার, জেনস গান্ডলাচ এবং ব্লেইন হ্যাকেল। জীববিদ্যায় এই পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার, ক্যাথেরিন ডিউকাল, ডেনিস লো এবং রিচার্ড ইউল। তবে লকডাউনের জন্য পুরস্কার বিতরণী সভার আয়োজন করতে পারেনি ব্রেকথ্রু কমিটি। স্কাইপের কনফারেন্সেই ১০ সেপ্টেম্বর ঘোষিত হয় পুরস্কার। ৩০ লক্ষ মার্কিন ডলারের অর্থমূল্য প্রদান করা হয়েছে প্রত্যেক গবেষককেই। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ব্রেকথ্রু পুরস্কারের মেডেল দিয়ে সম্মাননা জ্ঞাপন করে হবে এই বিজ্ঞানীদের...

আরও পড়ুন
স্কুলের যাত্রাভিনয়ে প্রথম পুরস্কার প্রাপ্তি; মঞ্চই তৈরি করেছিল ‘অভিনেতা’ উত্তমকে

Powered by Froala Editor