সাইকেলে চেপেই দুটি গিনেস রেকর্ড ভারতীয় সেনার

একটি নয়, পরপর দুবার গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন ভারতীয় সেনা। হরিয়ানার লেফট্যানেন্ট কর্নেল ভরত পান্নু গত অক্টোবরে একবার দ্রুততম সাইকেল অভিযানের রেকর্ড তৈরি করেছিলেন। আরেকটি রেকর্ডের স্বীকৃতি পেলেন সম্প্রতি। অক্টোবর মাসেই মাত্র ৩৫ ঘণ্টা ৩২ মিনিটে অতিক্রম করেছিলেন মানালি থেকে লে পর্যন্ত ৫৯৪২ কিলোমিটার দুর্গম রাস্তা। আর তার পরেই দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই ছুঁয়ে সম্পূর্ণ সোনালি চতুর্ভূজ অতিক্রম করেছেন মাত্র ১৪ দিন ২৩ ঘণ্টা ৫২ মিনিটে। তবে এখানেই থেমে থাকতে রাজি নন ভরত। বরং সাইকেল স্পোর্টসের জগতে ভারতকে স্থায়ী আসন এনে দিতে বদ্ধপরিকর তিনি। আন্তর্জাতিক স্তরে একের পর এক রেকর্ড ভেঙে ফেলাই লক্ষ্য তাঁর।

ভারতীয় সেনাবাহিনীর ইলেক্ট্রনিক অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের দায়িত্বে কাজ করেন ভরত পান্নু। তবে সাইকেল চালানো তাঁর আত্মাকে তৃপ্তি দেয়। এমনটাই জানিয়েছেন ভরত। রোহতাক জেলার রাস্তায় রাস্তায় ঘুরেছেন সেই ছোটো থেকেই। তবে সেনাবাহিনীর জীবন তাঁকে এক অন্য স্বপ্ন দেখতে শিখিয়েছে। আর সেই স্বপ্ন আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নামকে উজ্জ্বল করা। ভারতের প্রথম আল্ট্রা সাইকেল রেসিং খেলোয়াড়ও তিনিই। আবার ২০১৭ সালে সারা অস্ট্রিয়া সাইকেল রেসিং-এ একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভরত পান্নু এবং দর্শন দুবে। সেই প্রথম ইউরোপের মাটিতে আল্ট্রা সাইকেল রেসিং প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন এই জুটি।

১০ অক্টোবর মানালি উপত্যকায় নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন ভরত পান্নু। সারা দেশ তখনও করোনা আতঙ্কে স্তব্ধ। এই একাকিত্বের সময়টাকেই কাজে লাগাতে চেয়েছিলেন ভরত। আর ২০ দিনের প্রস্তুতির পর মাত্র ৩৫ ঘণ্টা ৩২ মিনিটে পৌঁছে গেলেন লে উপত্যকায়। এর আগে এই দূরত্ব অতিক্রমের রেকর্ড ছিল ৪০ ঘণ্টা। তবে এখানেই শেষ নয়। ১২ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা হাওয়ায় কাবু হওয়া তো দূরের কথা, একদিনও বিশ্রাম না নিয়ে ভরত বেরিয়ে পড়লেন সোনালি চতুর্ভূজ পরিক্রমণে। এক্ষেত্রেও পূর্ববর্তী রেকর্ডের থেকে ৪ দিন আগে শেষ করলেন যাত্রা।

ভরত পান্নুর পরবর্তী লক্ষ আমেরিকার বুকে আল্ট্রা সাইকেল রেসিং। সেইসঙ্গে তাঁর রেকর্ড যদি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে, তাহলে তার থেকে আনন্দের আর কিছুই হবে না বলে মনে করছেন তিনি। সারা পৃথিবীতে সাইকেল রেসিং জনপ্রিয় খেলা হিসাবে বিবেচিত হলেও ভারতে এখনও তার উপযুক্ত পরিকাঠামো নেই। ভরত পান্নুর মতো খেলোয়াড়দের হাত ধরেই একটু একটু করে তৈরি হচ্ছে সেই পরিসর।

আরও পড়ুন
বিশ্বযুদ্ধের ময়দানে রেকর্ড করা গান উদ্ধার গ্যারাজে

Powered by Froala Editor

আরও পড়ুন
ঘরোয়া ক্রিকেটে অসামান্য রেকর্ড, তবু ব্রাত্য ‘ভারতের ব্র্যাডম্যান’ কার্তিক বসু

Latest News See More