প্রাকৃতিক রং দিয়ে আঁকা বৃহত্তম ছবি, গিনেস বুকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

বিরাট একটি ছবি। গাছের। না, আমাদের চেনা কোনো গাছ নয়। বৈদিক সাহিত্যে মোক্ষবৃক্ষের যে বর্ণনা আছে, ঠিক তেমনই একটি ছবি এঁকেছেন বেনারস হিন্দু ইউনিভার্সিটির ছাত্রী নেহা সিং। আয়তনে ছবিটি ৬২.৭২ বর্গমিটার। তবে তার থেকেও আশ্চর্যের বিষয়, ছবিটি আঁকতে কোনো কৃত্রিম রং বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি। নানা ধরণের ডাল এবং মশলা আর কিছু প্রাকৃতিক রং দিয়েই নেহা ছবিটি এঁকেছেন। আর এই ছবিই জায়গা করে নিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে।

প্রায় একমাস আগে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি পান নেহা সিং। তবে উত্তরপ্রদেশে তাঁর বাড়িতে খবরটা পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়। সম্প্রতি সেই খবর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি নেহা। উত্তরপ্রদেশের কোটয়ারি গ্রামের নেহা বেনারস হিন্দু ইউনিভার্সিটির ‘বেদিক সায়েন্স’ বিভাগের ছাত্রী। এর আগে সেখান থেকেই ফাইন-আর্টস বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন তিনি। শিল্পের প্রতি আগ্রহ ছোটো থেকেই। তবে বরাবর তিনি চেয়েছেন, নতুন ধরনের কিছু করতে। আর বর্তমান সময়ে যখন বারবার প্রকৃতির সংকটের কথা উঠে আসছে, তখন নেহা প্রমাণ করতে চাইলেন কৃত্রিম রঙের পরিবর্তে চিরাচরিত পদ্ধতিতে ফিরে যাওয়ার সময় এসেছে। আর সেই কাজটাও অসম্ভব নয়। নিজের আঁকা বিরাট ছবি দিয়ে নেহা সেটাই প্রমাণ করলেন।

ইতিমধ্যে নেহা সিং-এর রেকর্ডের খবর পেয়ে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করেছেন বাল্লিয়া জেলার প্রশাসক শ্রীহরি প্রতাপ শাহি। খুশির খবর ছড়িয়ে পড়েছে সারা সর্বত্র। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষ থেকেও বলা হয়েছে, নেহা সিং-এর এই কাজ শুধুই আশ্চর্যজনক নয়, প্রয়োজনীয়ও। তবে এর আগে প্রাকৃতিক রং দিয়ে আঁকা সবচেয়ে বড়ো ছবির রেকর্ডও ছিল এক ভারতীয় শিল্পীর। শ্রেয়া তটিনীর আঁকা সেই ছবির আয়তন ছিল ৫৮.২৮ বর্গমিটার। এর পরেও একইভাবে নানা ছবি আঁকার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নেহা সিং।

Powered by Froala Editor

আরও পড়ুন
পৃথিবীর কনিষ্ঠতম প্রোগ্রামার হিসেবে গিনেস রেকর্ড ভারতীয় শিশুর

More From Author See More