দেশলাই কাঠিতে ‘অমর শহীদ স্মৃতিসৌধ’, গিনেস রেকর্ডে হ্যাটট্রিকের পথে নদীয়ার যুবক

অনুপম সরকার। বিগত দু’বছরই খবরে উঠে এসেছিল এই নাম। মনে আছে অনেকেরই। ২০১৮ এবং ২০১৯। পর পর দু’বছর দুটি গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়ে ছিলেন তিনি। এই বছর আবারও উঠে এলেন খবরের প্রথম লাইনে। গিনেস রেকর্ডের হ্যাট্রিক হতে চলেছে নদীয়ার এই যুবকের।

পেশায় একজন বাচিক শিল্পী অনুপম সরকার। তার পাশাপাশিই হাতের কাজেও নিপুণ অনুপম। ২০১৮-তে দীর্ঘতম স্টেপল পিনের চেন এবং ২০১৯-এ দীর্ঘতম আপেল বীজের মালা তৈরি করেই চমক দিয়েছিলেন অনুপম। এবার তাঁর কীর্তির তালিয়ায় যুক্ত হল দেশলাই কাঠি দিয়ে তৈরি করা ‘অমর শহীদ স্মৃতিসৌধ’-এর প্রতিকৃতি। এই প্রতিকৃতি তৈরিতে অনুপম ব্যবহার করেছেন প্রায় ২ লক্ষ ২০ হাজারেরও বেশি দেশলাই কাঠি। আয়তনে ৬ ফুট বাই চার ফুট এই বোর্ডটি চওড়ায় এক ইঞ্চি পুরু।

উল্লেখ্য, দেশের শহীদ জওয়ানদের নাম খোদাই করা এই সৌধে ১৯৭১ থেকে জাজ্বল্যমান অগ্নিশিখা। মাতৃভূমির জন্য প্রাণ দেওয়া এই জওয়ানদের শ্রদ্ধা জানাতেই অনুপমের এই উদ্যোগ। পাশাপাশি এই প্রতিকৃতির মাধ্যমে শান্তির বার্তা পাঠাতে চান তিনি।

এখনও অবধি দেশলাই দিয়ে তৈরি প্রতিকৃতির জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন মেসম রহমানি। ২০১৩ সালে ইউনেস্কোর লোগোর অনুকরণে প্রতিকৃতি তৈরি করেছিলেন ইরানের এই অধিবাসী। ব্যবহার করেছিলেন ১ লক্ষ ৩৭ হাজার কাঠি। সেই রেকর্ডই এবার ভাঙতে চলেছে অনুপমের সৃষ্টি।

আরও পড়ুন
৫৭ বছর ধরে মাত্র ১ টাকায় চিকিৎসা, গিনেস বুকে নাম তুললেন বীরভূমের ডাক্তারবাবু

আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন উদ্বোধিত হবে এই প্রতিকৃতি। নদীয়ার শান্তিপুরের নাট মন্দিরে প্রদর্শিত হবে সাধারণের জন্য। তবে করোনা পরিস্থিতির জন্য আবহ বিচার করে, সামাজিক দূরত্ব বজায় রেখেই তবেই সুযোগ মিলবে এই অমোঘ সৃষ্টি প্রত্যক্ষ করার। অনুপমের কৃতকর্মে উচ্ছ্বসিত অঞ্চলের মানুষ। তাঁকে সাহায্য করতেও এগিয়ে এসেছিল শান্তিপুর সমষ্টি উন্নয়নের আধিকারিক। এই সংগঠনের তরফ থেকে সরবরাহ করা হয়েছে যাবতীয় খরচও। 

আরও পড়ুন
২০১৮ সালে ভারতেই ঘটেছে বৃহত্তম বাঘসুমারি, স্বীকৃতি দিল গিনেস বুক

Powered by Froala Editor

আরও পড়ুন
কলকাতায় শুরু বিজ্ঞান উৎসব, চারটি গিনেস রেকর্ডের সম্ভাবনা