চিড়িয়াখানার দর্শক একদল কুকুর-বেড়াল, ব্যতিক্রমী দৃশ্য আমেরিকার টেক্সাসে

চিড়িয়াখানার পশুপাখিদের দেখতে প্রতিদিন ভিড় করেন অজস্র মানুষ। কিন্তু লকডাউনের জন্য মানুষের আনাগোনা এখন একেবারেই নেই। তার বদলে যারা এল, তাদের দেখে বেশ মজা পেয়েছে জন্তুরা। আর, এরাও প্রত্যেকেই চতুষ্পদ। আর খাঁচায় বন্দি জন্তুদের দেখে দর্শকদের কারো চোখে ভয়, কারো বিস্ময়। কেউ বা আনন্দে লেজ নাড়াচ্ছে। কিছুদিন আগে এমন ঘটনাই ঘটেছে আমেরিকার টেক্সাস শহরের কাছে সান অ্যান্টানিও চিড়িয়াখানায়।

হ্যাঁ, চিড়িয়াখানার জন্তুদের দেখতে ভিড় জমিয়েছে পোষ্য কুকুর-বেড়ালের দল। আর এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে অ্যানিম্যাল ডিফেন্স লিগ নামের একটি অলাভজনক সংস্থা। রাস্তার পরিত্যক্ত কুকুর-বিড়ালদের নিরাপত্তা দিতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে এই সংস্থা। তাদের সামাজিকভাবে অভ্যস্ত করতে বিশেষ আশ্রয় তৈরি করেছে এই সংস্থা। পোষ্যদের শারীরিক সুরক্ষার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের দিকেও নিয়মিত নজর রেখেছে এই সংস্থা। যদিও লকডাউনের সময় বিভিন্ন চিড়িয়াখানার মতোই আর্থিক সমস্যায় পড়েছে অ্যানিম্যাল ডিফেন্স লিগও।

তবে আর্থিক সমস্যার মধ্যেও পোষ্যদের দিকে সজাগ দৃষ্টি রেখেছেন সংস্থার কর্তারা। এই পরিস্থিতিতে মানুষের মতোই মানসিক অবসাদ গ্রাস করেছে জন্তুদেরও। পোষ্য জন্তু হোক বা চিড়িয়াখানার জন্তু, প্রত্যেকেই এই বন্দিদশায় হাঁফিয়ে উঠেছে। এই সময়ে একটু স্বাদবদলের উদ্দেশ্যেই সান অ্যান্টানিও চিড়িয়াখানার সঙ্গে হাত মিলিয়েছে অ্যানিম্যাল ডিফেন্স লিগ। এই উদ্যোগ হয়তো কাউকেই আর্থিক সুবিধা এনে দিতে পারল না, কিন্তু যে অন্য স্বাদের অভিজ্ঞতার সাক্ষী থাকল জন্তুরা, তাতে এক ধরনের সামাজিক ঐক্য গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হল বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Powered by Froala Editor

আরও পড়ুন
দত্তক নিতে পারেন রয়্যাল বেঙ্গল টাইগার, বিষধর সাপ – ‘অফার’ বেঙ্গালুরুর চিড়িয়াখানার

More From Author See More

Latest News See More