একটি কুকুরকে রক্ত দিয়ে প্রাণ বাঁচাল আরেকটি কুকুর, অনন্য নজির কলকাতায়

ল্যাব্রাডর প্রজাতির ছোট্ট কুকুর সিয়া। তাকে সেভাবে কেউ না চিনলেও, রুপোলি পর্দার অভিনেতা অনিন্দ্য চ্যাটার্জিকে নিশ্চই চেনেন। তাঁর কাছেই মানুষ সিয়া। অনিন্দ্য সিয়াকে নিজের মেয়ে বলেই পরিচয় দেন। তবে এবার বোধহয় অভিনেতাকে নিজেকেই সিয়ার পালক পিতা বলে পরিচয় দেওয়ার সময় এসেছে। কারণ অনিন্দ্যর মতোই অসংখ্য মানুষের মন জয় করে নিয়েছে এই ছোট্ট কুকুরটি।

মানুষের জন্য রক্তদান শিবিরের কথা তো আমরা সবাই শুনেছি। তবে অন্যান্য প্রাণীদের জন্য তেমন উদ্যোগ এখনও সেভাবে শুরু হয়নি। তবে রক্তের অভাবজনিত কারণে ভোগে অনেক প্রাণীই। ঠিক যেমন ১৩ বছরের স্প্লিৎজ কুকুর ড্যানি ভুগছিল কিডনির অসুখে। আর তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল রক্ত। কিন্তু মানুষের রক্ত তো আর কুকুরের শরীরে ব্যবহার করা যায় না। সমস্যার সমাধানে এগিয়ে এল সিয়া। নিজের শরীরের রক্ত দিয়ে ড্যানিকে নতুন জীবন দান করল সিয়া।

১৫ মিনিট ধরে সিয়ার শরীর থেকে রক্ত নেওয়া হয়েছে। আর এই ১৫ মিনিট ধরে কোনো জ্বালাতন করেনি সিয়া। বরং এই কাজে যেন বেশ উৎসাহই পেয়েছে সে। কিছুদিন আগে আমেরিকার একটি কুকুর রক্তদান করে সংবাদের শিরোনামে উঠে এসেছিল। তবে সেক্ষেত্রে সময় লেগেছিল মাত্র ৩০ সেকেন্ড। কলকাতায় সেই পরিষেবা না থাকায় অনেকটাই বেশি সময় লেগেছে। কিন্তু দুই জায়গাতেই কুকুরের ব্যবহারে কোনো পরিবর্তন দেখা যায়নি। আর এই ঘটনা আবারও একবার প্রমাণ করল, শুধু মানুষই নয়, অসুস্থ বন্ধুর পাশে দাঁড়ানো প্রতিটা বন্ধুর সহজাত প্রবৃত্তি।

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More