কৃষিক্ষেত্রে প্যাথোজেনের আক্রমণ ঠেকাবে ন্যানোপার্টিকল, অভিনব আবিষ্কার কানপুর আইআইটির

কীট-পতঙ্গের বারিরেও কৃষিক্ষেত্রে ছত্রাক, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীবের আক্রমণ বড়ো অঙ্কের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় প্রতিবছর। অবশ্য এই আক্রমণ ঠেকানোর উপায় যে নেই তা নয়। বিভিন্ন ধরনের কীটনাশক এবং রাসায়নিক যৌগ ব্যবহৃত হয় অণুজীবের (Pathogen) এই আক্রমণ প্রতিহত করতে। তাতে ফসল রক্ষা করা সম্ভব হয় ঠিকই, কিন্তু ভয়াবহ রাসায়নিক দূষণের শিকার হয় মাটি, পরিবেশ। এবার এই সমস্যারই অভিনব সমাধান খুঁজে বার করলেন ভারতীয় গবেষকরা। তৈরি করলেন বিশেষ এক বায়োডিগ্রেডেবল ন্যানো-পার্টিকল (Nano-Particle)। যা পরিবেশের ক্ষতি না করেই সুরক্ষা প্রদান করবে ফসলকে।

কার্বনিড-মেটাবোলাইট (বায়োডিসিএম)। হ্যাঁ, এমনই নাম এই অভিনব ন্যানো পার্টিকলের। মূলত ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বিরুদ্ধেই কার্যকর এই বিশেষ যৌগ। নামের মধ্যেই লুকিয়ে রয়েছে এই বিশেষ যৌগটির বৈশিষ্ট্য। তা হল মেটাবোলাইট। প্রাকৃতিকভাবে ছত্রাকের বিপাকের ফলে সৃষ্ট ট্রাইকোডার্মা অ্যাসপেরেলাম স্ট্রেন ‘টক-১’-এর বিপাক তন্ত্রকেই রুখে দেয় এই যৌগ। ফলে ক্ষতি হয় না ফসলের। পাশাপাশি জৈব-বিয়োজ্য হওয়ায় এই ন্যানোপার্টিকলের প্রভাব দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না প্রকৃতিতে। সেদিক থেকে দেখতে গেলে সম্পূর্ণ পরিবেশবান্ধব এই পদ্ধতি। 

কানপুর আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গবেষকরা যৌথভাবে প্রস্তুত করেছেন এই বিশেষ যৌগটি। নেতৃত্ব দিয়েছিলেন কানপুর আইআইটির অধ্যাপক সন্তোষ মিশ্র এবং পীযূষ কুমার। আইসিএআর গবেষক সি কান্নান ও দিব্য মিশ্র এবং হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের বায়োইঞ্জিনিয়ারিং গবেষক মৌ মণ্ডল এবং আর বালামুরুগানও জড়িত ছিলেন এই আবিষ্কারের সঙ্গে। 

অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিক্ষেত্রে বদল আনাই ছিল এই গবেষণার মূল লক্ষ্য। এর আগেও ধান্য গবেষণাকেন্দ্রের সঙ্গে জুটি বেঁধে উল্লেখযোগ্য কাজ করেছিলেন আইআইটি কানপুরের গবেষকরা। এবার তাঁদের আরও এক প্রচেষ্টা বড়োসড় প্রভাব ফেলতে চলেছে কৃষিক্ষেত্রে… 

আরও পড়ুন
জলমগ্ন জমিতে ‘ভাসমান’ কৃষিকাজ, বিকল্পের খোঁজে বাংলার চাষিরা

Powered by Froala Editor

আরও পড়ুন
দীর্ঘ আন্দোলনেই সাফল্য – কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রের