কেরালার ‘কাট্টা’য় বাঁচছে কৃষি

দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে আছে কেরালার কোত্তেলু ব্রিজ সংলগ্ন বাঁধ। তবে এর মধ্যেই কৃষকদের কাছে বিপজ্জনক হয়ে উঠেছিল বাঁধটি। কারণ সেচের জল নয়, বাঁধ থেকে কাদামাটি এসে মিশছে নদীর জলে। বারবার সরকারি সংস্থার কাছে আবেদন জানিয়েও কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত পথ খুঁজে নিলেন স্থানীয় গ্রামবাসীরাই। স্থানীয় প্রযুক্তিতে তৈরি বাঁধই রক্ষা করছে কেরালার কৃষিকাজ। আর নতুন এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে কাট্টা।

ইয়েথাড়কা গ্রামের এক পশুপালক, রবিশঙ্কর পি বছরখানেক আগে প্রথম দেখেছিলেন কোত্তেলু বাঁধ থেকে কাদামাটি এসে মিশছে শিরিয়া নদীতে। সঙ্গে সঙ্গে স্থানীয় সেচবিভাগের কাছে আবেদন জানিয়েছিলেন বাঁধটি মেরামত করার জন্য। কিন্তু যে বাঁধ পরিত্যক্ত, তার পিছনে কোনো খরচ করতেই যেন রাজি ছিল না কেউ। এক বছর ধরে নানা সরকারি অফিসে ঘোরাঘুরি করেও কোনো সাহায্য পাননি কৃষকরা। অবশেষে নিজেদের পথ খুঁজে নিলেন নিজেরাই। পুরনো বাঁধকে ঘিরে তৈরি করা হল গ্রানাইট পাথরের দেওয়াল।

স্থানীয় মানুষরা এই দেওয়ালের নাম রেখেছেন কাট্টা। সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সের প্রাক্তন গবেষক প্রকাশ ওয়াই এইচ সম্পূর্ণ প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেছেন। তাঁর কথাই, এই নতুন বাঁধ তৈরিতে প্রথাগত শিক্ষার থেকেও তিনি বেশি গুরুত্ব দিয়েছেন কৃষকদের গণশিক্ষার উপরেই। তাঁর মতে, বদলে যাওয়া পরিবেশ এবং অর্থনীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে গেলে মানুষের এতদিনের শিক্ষাকে গুরুত্ব দিতেই হবে। আর তা যে আধুনিক ইঞ্জিনিয়ারিং-এর থেকে কোনো অংশে কম নয়, সেটাই প্রমাণ করছে ‘কাট্টা’। ‘কাট্টা’ তৈরি না হলে হয়তো কিছুদিনের মধ্যেই সমস্ত নদী ভরে যেত কাদামাটিতে। গ্রীষ্মের খাবার জলও পাওয়া যেত না। তবে স্থানীয় মানুষদের চেষ্টায় শেষ পর্যন্ত রক্ষা পেল শিরিয়া নদী।

Powered by Froala Editor

আরও পড়ুন
সেচ ও নিকাশি ব্যবস্থায় ঐতিহ্যের শিরোপা পেল ভারতের ৪টি প্রাচীন প্রকল্প