কৃত্রিম উপগ্রহ-ভিত্তিক রেডিও যোগাযোগ, যুগান্তকারী প্রযুক্তি তৈরি ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের

“যে কোন প্রাকৃতিক দুর্যোগে প্রথম প্রভাব পড়ে যোগাযোগ ব্যবস্থার উপর। সেটা ওড়িশায় সুপার-সাইক্লোন এবং সুন্দরবনে আমফানের সময় কাজ করতে গিয়ে বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছি আমরা। কিন্তু কটু যোগাযোগ করা গেলেই পরিস্থিতি অনেকটা সহজ হয়ে যায়।” বলছিলেন ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস। 

ঘূর্ণিঝড় হোক বা ভূমিকম্প কিংবা বন্যা, হাতের মোবাইল ফোনটা যখন খেলনায় পরিণত হয় তখন যোগাযোগের জন্য ছুটে যান হ্যাম রেডিও অপারেটররাই। তবে তাতেও নানা জটিলতা, নানা প্রতিবন্ধকতা। সেইসব প্রতিবন্ধকতাকে জয় করে উপগ্রহের মাধ্যমে যোগাযোগের নতুন পথের হদিশ দিল ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাব। আর সম্প্রতি আমেরিকার ‘অ্যামেচার রেডিও নিউজলাইন’ পত্রিকায় স্বীকৃতি মিলেছে সেই পদ্ধতির।

অম্বরীশবাবু জানান, “স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা আগেও ছিল। কিন্তু তা খুব নিশ্চিত ছিল না। একটি স্যাটেলাইট হয়তো ১০ দিন বা ১ সপ্তাহ পর উপর দিয়ে উড়ে যেত। তখন কিছুক্ষণের জন্য যোগাযোগ করা সম্ভব হত।” আসলে এক্ষেত্রে যোগাযোগের প্রথম বাধা ছিল দূরত্ব। তবে নানা পরীক্ষানিরীক্ষার পর অবশেষে সেই বাধা অতিক্রম করেছে ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাব। আর এর জন্য প্রয়োজন শুধু একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন আর একটি ডিটিএইচ অ্যান্টেনা।

অম্বরীশবাবু জানালেন, ২০১৮ সালে কাতার অ্যামেচার রেডিও সোসাইটি একটি কৃত্রিম উপগ্রহ পাঠায়। তার মধ্যে একটি বিশেষ পরিসেবা আছে অ্যামেচার রেডিও অপারেটারদের জন্য। তাঁদের সহযোগিতায় আপ্লুত ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাব। পাশাপাশি ভারতের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সঙ্গে বারবার কাজ করেছেন তাঁরা। সেখানে এই বিষয়ে পরিকল্পনার কথা জানানো হয়েছে। একটি রেডিও স্টেশন খুব কম সময়েই গড়ে তোলা সম্ভব। আর খরচও বেশ কম। অম্বরীশবাবু জানালেন, মাত্র ২ লক্ষ টাকার মধ্যে এমন রেডিও স্টেশন গড়ে তোলা সম্ভব, যাতে ভিডিও-ছবি সহ সমস্ত তথ্যই আদানপ্রদান করা যাবে। আর শুধু শব্দের মাধ্যমে যোগাযোগ করতে হলে, তার জন্য খরচ কয়েক হাজার টাকা। ইতিমধ্যে নানা দেশের সঙ্গে সফল যোগাযোগের পর আসন্ন গঙ্গাসাগর মেলায় এই পদ্ধতি ব্যবহার করবেন তাঁরা। শুধুই প্রাকৃতিক বিপর্যয় নয়, আরও নানা কাজেই এই প্রযুক্তিকে ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। তবে হ্যাঁ, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা দেশবিরোধী কোনো কাজে সাহায্য করবেন না অ্যামেচার রেডিও অপারেটররা। তবে রেডিও যোগাযোগ ব্যবস্থায় এই আবিষ্কার যে একটি মাইলস্টোন, সে-কথা স্বীকার করতেই হয়।

আরও পড়ুন
চাঁদে চালু হবে ৪জি যোগাযোগ ব্যবস্থা, নাসার থেকে বরাত পেল নোকিয়া

Powered by Froala Editor

আরও পড়ুন
শুধু মেট্রোই নয়, কলকাতার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থাকেই ‘দিশা’ দেখাচ্ছেন এক বঙ্গসন্তান

More From Author See More