স্বাধীনতা দিবসে রবীন্দ্রনাথের বিরল ছবি ও পাণ্ডুলিপি হাজির প্রত্যেকের স্মার্টফোনে

১৯২১ সালে আঁকা একটা ছবি। দেখলে মনে হয় যেন ঠিক আরব্য রজনীর পাতা থেকে উঠে এসেছে। নীল জোব্বা পরা এক দাড়িওয়ালা লোক ভেসে চলেছেন মেঘের বাহনে। ছবিটা এঁকেছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। আর নীল জোব্বা পরা মানুষটা আর কেউ নন, স্বয়ং বিশ্বকবি রবীন্দ্রনাথ। কবিগুরুর প্রথমবার বিমান আরোহনের ঘটনাকে এভাবেই রঙে-রেখায় ধরে রেখেছিলেন গগন ঠাকুর। কবিগুরুর জীবনের নানা সময়ের এমন অনেক মুহূর্ত চিত্রাকারে ছড়িয়ে আছে চারিদিকে। কিন্তু তার কতটুকুর সঙ্গেই বা আমরা পরিচিত?

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে বিশ্বকবির জীবনের এমন নানা অজানা মুহূর্তকে তুলে ধরতেই এগিয়ে এল ভিক্টোরিয়া হল কর্তৃপক্ষ এবং সংস্কৃতি মন্ত্রক। ১৫ আগস্ট সারাদিন ধরে চলবে প্রদর্শনী। তবে করোনা পরিস্থিতিতে সেই প্রদর্শনী হবে ভার্চুয়াল জগতে, অর্থাৎ অনলাইনে। আর তাই এই পুরো উদ্যোগের সঙ্গে জড়িয়ে থাকবে গুগল আর্ট অ্যান্ড কালচার প্ল্যাটফর্ম।

ভিক্টোরিয়া হল কর্তৃপক্ষের কথায়, এই প্রদর্শনীর উদ্দেশ্য শুধু কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়; বরং দেশের স্বাধীনতা সংগ্রামের নেপথ্যে থাকা মানুষটির নানা ভূমিকার কথাই তুলে ধরার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে যেমন স্থান পাবে রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধীর কথোপকথনের বিরল মুহূর্তের আলোকচিত্র, তেমনই স্থান পাবে কবির বিভিন্ন সময়ের পাণ্ডুলিপির পাতাও। আর এর বেশিরভাগই ইতিপূর্বে জনসমক্ষে প্রকাশিত হয়নি।

দেশে করোনা পরিস্থিতি ছড়িয়ে পড়ার পর ভিক্টরিয়া মিউজিয়ামের পক্ষ থেকে এটি দ্বিতীয় প্রদর্শনী। লকডাউনের কারণে এখন মিউজিয়াম বন্ধ। আর তাই জনসংযোগের অন্যান্য পথ খুঁজতে চেয়েছিলেন তাঁরা। মিউজিয়ামের মুখ্য কিউরিয়েটর জয়ন্ত সেনগুপ্তের কথায়, এর আগে অনেকগুলি অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গেই কাজ করার কথা ভাবা হয়েছিল। তার মধ্যে সব দিক থেকেই প্রথম পছন্দের প্ল্যাটফর্মটি গুগল আর্ট অ্যান্ড কালচার। আর তাই এই মাধ্যমকে ধরেই এগিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
রবীন্দ্রনাথের ‘তরুবিলাসী’ বন্ধু আর তাঁর ‘তালধ্বজ’ বাড়ি

স্বাধীনতা দিবস মানেই তো আজও এক উৎসব। ৭৩ বছর ধরে আনন্দে, উদ্দীপনায় কোনো খামতি আসেনি। আর এই পরিস্থিতিতে সামাজিক জমায়েতের মাধ্যমে সেই আনন্দের প্রকাশ সম্ভব নয়। কিন্তু অনলাইন মাধ্যমেই যদি স্বাধীনতার মাহেন্দ্রক্ষণকে ধরার চেষ্টা করা হয়, তা এক অর্থে যুগোপযোগী এবং সময়োপযোগীও বটে। এভাবেই বেঁচে থাকুক অমর বিপ্লবীদের আত্মত্যাগ। আর সেইসঙ্গে কিছু অজানা মুহূর্তও উঠে আসুক বারবার।

আরও পড়ুন
রবীন্দ্রনাথের ‘তন্বী ইছামতী’ নদীতে আজ আবর্জনার স্তূপ

Powered by Froala Editor

আরও পড়ুন
ক্রিকেট, ফুটবল, সাঁতার, টেনিস – রবীন্দ্রনাথের উৎসাহ ছিল সবেতেই