সৌরজগতেই লুকিয়ে আলট্রা-ফাস্ট হাইওয়ে, ১০০ বছরেই সম্ভব ১৫ কোটি কিলোমিটার মহাকাশযাত্রা!

সৌরজগতের মধ্যে রয়েছে এমন কিছু পথ, যা দিয়ে অতিদ্রুত করা সম্ভব অকল্পনীয় দূরত্বকে। এমন আলট্রা ফাস্ট স্পেস ম্যানিফোল্ডের কথা আগে বিজ্ঞানীদের চিন্তা-ভাবনায় এলেও তার প্রমাণ ছিল না কোনো। এবার তত্ত্বগত এবং গাণিতিকভাবেই তার হদিশ দিলেন সান দিয়েগোর গবেষকরা। নির্ণয় করলেন গোটা সৌরজগতের সুপারহাইওয়ে নেটওয়ার্ক।

সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সস জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। গবেষকদের দাবি, এই পথ ধরেই দ্রুত গতিতে ছুটে যায় গ্রহাণু এবং ধূমকেতু। স্পেস ম্যানিফোল্ডের মধ্যে ধারাবাহিকভবে সংযুক্ত কিছু বিশেষ বক্ররেখা বরাবর এই পথ। যার বিস্তৃতি গ্রহাণু-বলয় থেকে শুরু করে ইউরেনাস এবং তার বাইরেও। সদ্য আবিষ্কৃত এই পথগুলির নাম দেওয়া হয়েছে ‘সেলেসচিয়াল অটোব্যান’ বা মহাজাগতিক হাইওয়ে।

বিজ্ঞানীদের বিশ্বাস, এই একই পথে কোনো মহাকাশযান পাঠালে তা খুব অল্প সময়েই পৌঁছে যাবে দূরবর্তী কোনো ঠিকানায়। গাণিতিক সমাধান হদিশ দিচ্ছে ১৫ কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে  ১ শতাব্দীরও কম। অর্থাৎ, সাধারণভাবে যে দূরত্ব অতিক্রম করতে মহাকাশযানের কয়েক কোটি বছর লাগার কথা, সেই দূরত্বকে মাত্র কয়েক দশকেই ছুঁয়ে ফেলা যাবে এই পথ ধরে।

কিন্তু এমন ঘটনার কারণ কী? গবেষণায় উঠে আসছে, বৃহস্পতির শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র ব্যাপকভাবে প্রভাবিত করে স্পেস ম্যানিফোল্ডকে। তাছাড়াও অন্যান্য গ্রহদের আকর্ষণের ক্ষেত্রও নিয়ন্ত্রণ করে এই পথ এবং সেন্টেরাসর সৌরজগতকেও। যার কারণে ধূমকেতুদের সূর্যকে একবার প্রদক্ষিণে সময় লাগে মাত্র ২০ বছরের মতো। তবে অনেকক্ষেত্রে এই পথ ধরে ছুটে চলার সময় বৃহস্পতির সঙ্গে সংঘর্ষে ধ্বংস হয়ে যায় গ্রহাণু কিংবা ধূমকেতু।

আরও পড়ুন
পৃথিবী থেকে মহাকাশে পৌঁছে দেবে লিফট, অপেক্ষা আর ৩০ বছরের!

তাত্ত্বিকভাবে কক্ষপথ নির্মিত হলেও সেই জায়গাতেই রয়ে যাচ্ছে বিজ্ঞানীদের আশঙ্কা। মনুষ্যপ্রেরিত কোনো মহাকাশ যান এই পথ ধরেই এগলে ঠিক কী প্রভাব পড়বে তার ওপর, সেই জায়গায় থেকে যাচ্ছে ধোঁয়াশা। আদৌ তা কোনো বিপত্তি ডেকে আনবে নাকি সম্পূর্ণ নিরাপদ হবে এই হাইওয়েতেই মহাকাশযান পাঠানো, তা সঠিকভাবে বলার জন্য এখনও বিস্তারিত গবেষণা দরকার বলে মনে করছেন বিজ্ঞানীমহল। তবে এই নতুন আবিষ্কার স্পেস ম্যানিফোল্ড নিয়ে গবেষণার এক দিগন্ত খুলে দিল, তা না বললেও চলে...

আরও পড়ুন
মহাকাশে প্রথমবার মানুষ পাঠাতে চলেছে ইসরো

Powered by Froala Editor

আরও পড়ুন
তিন ভারতীয়ের বানানো ক্ষুদ্রতম স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে নাসা