মহাকাশ থেকে আসছে রহস্যময় তরঙ্গ, গবেষণায় বিজ্ঞানীরা

মহাকাশ থেকে ক্রমাগত ভেসে আসছ একটা তরঙ্গ। বিজ্ঞানীরাও তটস্থ; শুরু করে দিলেন গবেষণা। ব্যাপারটা ঠিক কী? কোথা থেকে আসছে এমন আওয়াজ? অবশেষে গোটা বিষয়টারই একটি নির্দিষ্ট প্যাটার্ন পেলেন তাঁরা। আর সেটা আসছে পৃথিবী থেকে কয়েক লক্ষ আলোকবর্ষ দূরে…

২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯-এর অক্টোবর— এই দীর্ঘ সময় জুড়ে এই বিশেষ রেডিও তরঙ্গের ওপর গবেষণা করছিলেন কানাডার বিজ্ঞানীরা। তাঁদের হাইড্রোজেন ইনটেনসিটি ম্যাপিং এক্সপেরিমেন্টের মাধ্যমে ক্রমাগত একটি নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে নিয়ে আসতে চাইছিলেন এই ফাস্ট রেডিও বার্স্ট তরঙ্গকে। সেই কাজটাই করলেন তাঁরা। সেই সঙ্গে এই রেডিও তরঙ্গের উৎস সম্পর্কেও একটা ধারণা তৈরি করলেন বিজ্ঞানীরা।

১৬ দিনের একটি নির্দিষ্ট পর্যায় রয়েছে এই তরঙ্গের। প্রথম চারদিন একপ্রকার বার্স্ট তৈরি করে এটি। প্রতি ঘণ্টায় একটা অথবা দুটো বার্স্ট ছাড়ার ঘটনা ঘটে। পরবর্তী ১২ দিন একেবারে সব চুপ। আর এই বার্স্টটি হয়ও খুব কম সময়ের জন্য; বিজ্ঞানীদের মতে কয়েক মিলিসেকেন্ড। তাই এই রেডিও তরঙ্গটির বিশেষ নাম ‘ফাস্ট রেডিও বার্স্ট’। বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিরই একটি প্রান্ত থেকে এই তরঙ্গটি আসতে পারে। কিন্তু ঠিক কী কারণে এমনটা হচ্ছে, তা জানতে আরও গবেষণার প্রয়োজন। সেই কাজটাই করছেন বিজ্ঞানীরা।