মহাকাশে ফুড ডেলিভারি! কীর্তি জাপানের বিলিয়নেয়ারের

করোনা পরিস্থিতিতে খাবার ডেলিভারির বিভিন্ন সংস্থার মধ্যে প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রত্যেকেই নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে ব্যস্ত। আর এই প্রতিযোগিতার তুলনায় পৃথিবীর আয়তন নেহাতই ছোটো। তবে প্রতিযোগিতা এবার পৃথিবী ছাড়িয়ে মহাকাশেও পৌঁছে গিয়েছে। মহাকাশচারীদেরও কি মাঝে মাঝে খাবার অর্ডার করে খেতে ইচ্ছে করে না? এবার তাঁদের জন্যও হাজির ফুড ডেলিভারি (Food Delivery) কোম্পানিগুলি। গত শনিবার প্রথমবার মহাকাশে খাবার পৌঁছে দিল উবের ইটস (Uber Eats)। আর এই ডেলিভারিতে খাবার নিয়ে গিয়েছেন জাপানের বিলিয়নেয়ার ব্যবসায়ী ইয়ুসাকু মায়েজায়ু।

ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উঁচুতে অবস্থিত আন্তর্জাতিক স্পেস স্টেশন। সেখানে গবেষণার জন্য এক একজন বিজ্ঞানীকে কয়েকমাস থেকে এক বছর পর্যন্তও থাকতে হয়। আর এতদিন ধরে শুকনো খাবার খেয়ে থাকা তো সহজ কথা নয়। তবে সেই সমস্যার এবার ইতি ঘটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আর এই পুরো পরিকল্পনাটিই ইয়ুসাকুর। অভিকর্ষহীন স্পেস স্টেশনে কৃত্রিম বায়ুমণ্ডলের মধ্যে পৃথিবীর খাবার দাবার নিয়ে যাওয়া সহজ বিষয় নয়। বেশ কিছুদিন ধরে পরীক্ষানিরীক্ষা করে দেখতে হয়েছে, ঠিক কী ধরনের খাবার নিয়ে যাওয়া সম্ভব। শেষ পর্যন্ত কিছু ঐতিহ্যশালী জাপানি খাবারকেই একটু অদলবদল করে ইয়ুসাকু তৈরি করেছেন মহাকাশের মেনু। তবে তাতে চিকেন, পর্ক, বিফ সবই জায়গা পেয়েছে।

সম্প্রতি নাসার পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ইয়ুসাকুর ছবি শেয়ার করা হয়েছে। সেখানে একেবারে উবের ইটসের ডেলিভারি পার্টনারদের মতোই পোশাক পরে দেখা গিয়েছে তাঁকে। টি-শার্টের সঙ্গে শর্টস, এমনকি মাথার টুপি পর্যন্ত রয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর এই নতুন রূপের প্রশংসা করেছেন। আবার অনেকে বলেছেন, নিছক নজরটানা ছাড়া কিছু নয়। তবে মহাকাশেও হোম ডেলিভারির মতো একটি বিষয় সত্যিই আলোচনার দাবি রাখে। হয়তো এখনই বিষয়টি তেমন গুরুত্ব পাবে না। কিন্তু ইতিমধ্যে যে মহাকাশে রিসর্ট তৈরির পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে, সেটা তো ভুললে চলবে না। আর সেইসব রিসর্টে অতিথির আপ্যায়নে খাবার কেমন হবে, সেই ভাবনাচিন্তাটাও না হয় শুরু হোক এভাবেই।

Powered by Froala Editor

আরও পড়ুন
৪টি সোনা ও ১টি রুপো – মহাকাশবিজ্ঞানের অলিম্পিয়াডে প্রথম স্থানে ভারত

More From Author See More