৪টি সোনা ও ১টি রুপো – মহাকাশবিজ্ঞানের অলিম্পিয়াডে প্রথম স্থানে ভারত

বিজ্ঞানের জগতে ভারতের অবস্থান কোনোদিনই পিছনে ছিল না। কিন্তু স্কুলস্তরে বিজ্ঞান শিক্ষার বিষয়ে দেশের পরিকাঠামো এখনও তেমন উন্নত হয়নি। অথচ এর মধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক অলিম্পিয়াডে (Astrophysics Olympiad) বিস্ময় জাগালেন ভারতীয় পড়ুয়ারা। হাইস্কুল স্তরের এই প্রতিযোগিতায় রাশিয়া এবং থাইল্যান্ডের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান দখন করল ভারত। সমস্ত গ্রুপ এবং একক প্রতিযোগী মিলিয়ে ভারতের সংগ্রহ ৪টি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক। এই প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডগুলির মধ্যে কোনো একটিতে এতগুলি পদক পেল ভারত (India)।

২০০৭ সাল থেকে কলোম্বিয়ার উদ্যোগে আয়োজিত হয়ে আসছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স অলিম্পিয়াড। ২০২১ সাল ছিল ১৪ তম বছর। অবশ্য এর আগেও গণিত, পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং রসায়ন শাস্ত্রের ওপর অলিম্পিয়াডের আয়োজন হত। রাজ্যস্তর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার থাকে না নির্দিষ্ট কোনো সিলেবাস। প্রতিযোগিতা যত ওপরের ধাপে যেতে থাকে, প্রতিযোগীদের মেধা এবং জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে কঠিন হতে থাকে প্রশ্নপত্রও। শেষ পর্যায়ে গিয়ে প্রতিযোগীকে তাঁর নিজস্ব উদ্ভাবনী ক্ষমতার পরিচয় দিতে হয়। অবশ্য এই পর্যায়ে এককভাবে অথবা দলগতভাবে অংশ নেওয়ার সুযোগ থাকে।

কোভিড পরিস্থিতিতেও থমকে থাকেনি এই প্রতিযোগিতা। তবে এবারের প্রতিযোগিতা হয়েছে সম্পূর্ণভাবে অনলাইনে। তাতে ৫২টি দেশ থেকে ৬২টি প্রতিযোগী দল এবং ২৯৮ জন পড়ুয়া অংশ নিয়েছেন। অবশেষে প্রকাশিত হয়েছে প্রতিযোগিতার ফলাফল। ভারত, রাশিয়া এবং থাইল্যান্ড – তিনটি দেশ ৫টি করে পদক নিয়ে রয়েছে প্রথম স্থানে। ভারতের পক্ষ থেকে স্বর্ণপদক এনে দিয়েছেন ফরিদাবাদের অনিলেশ বনসল, হিসারের সুরেন, মীরাটের আরহান আহমেদ এবং পুনের চাহেল সিং। সেইসঙ্গে একক প্রতিযোগিতায় রৌপ্যপদক জিতে নিয়েছেন মুম্বাইয়ের পড়ুয়া ধ্রু আলহাওয়াত। পদকজয়ের আনন্দে প্রতিযোগীরা প্রত্যেকেই খুশি। তার সঙ্গে এমন একটা প্রতিযোগিতার অভিজ্ঞতাও কম প্রাপ্তি নয়। স্কুলস্তর থেকেই যে ভারতের পড়ুয়াদের বিজ্ঞান শিক্ষার ভিত ক্রমশ মজবুত হচ্ছে, সেটাই প্রমাণ করে এই রেকর্ড।

Powered by Froala Editor

আরও পড়ুন
একই গাছে পাঁচবার ধানের ফলন! অভিনব আবিষ্কার বাংলাদেশের বিজ্ঞানীর