কোথায় আছেন বিখ্যাত ‘আফগান গার্ল’? অবশেষে মিলল হদিশ

প্রায় ৫ মাস হয়ে গেল আফগানিস্তানের ক্ষমতা দখল নিয়েছে তালিবানরা। তালিবান শাসনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে আফগান মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেইসঙ্গে শুরু হয়েছিল একটি অনুসন্ধান। কোথায় আছেন সেই বিখ্যাত ‘আফগান গার্ল’ (Afghan Girl) বা প্রাচ্যের মোনালিসা? ৩৭ বছর আগে যার ওড়নার আড়াল থেকে উঁকি দেওয়া সবুজ চোখের তারা দেখেছিল সারা বিশ্ব। সেই দৃষ্টিতে মিশে ছিল অবিশ্বাস আর ঘৃণা। যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর ছবিগুলির মধ্যে প্রথম সারিতে স্থান পেয়েছিল সেই ছবিটি। অবশ্য তখন তার পরিচয় জানতে পারেননি কেউ। সেই পরিচয় জানা যায় আরও ১৮ বছর পর। ২০০২ সালে সন্ধান পাওয়া যায় শরবত গুলার। আর বর্তমানে জানা গিয়েছে, রোম শহরে আশ্রয় নিয়েছেন শরবত। এই সংবাদ জানানোর পাশাপাশি শরবতের নিরাপত্তা নিয়েও আশ্বাস দিয়েছে ইতালি সরকার (Italy Government)।

১৯৮৪ সাল। আফগানিস্তান তখন সোভিয়েত রাশিয়ার শাসনাধীন। রুশ শাসনে আফগানিস্তানের বেশ কিছু প্রশাসনিক উন্নতি ঘটলেও ধর্মপ্রাণ মুসলিম পস্তুন সম্প্রদায়ের ওপর শুরু হয় অকথ্য অত্যাচার। ঠিক সেইসময় পাকিস্তানের নাসিরবাগ রিফিউজি ক্যাম্পে এক বছর ১২-র পস্তুন কিশোরীর ছবি তুলেছিলেন ন্যাশনাল জিওগ্রাফিকের চিত্রসাংবাদিক স্টিভ ম্যাককুরি। পত্রিকার প্রথম পাতায় ছাপা হয় সেই ছবি। আর সঙ্গে সঙ্গেই ছবিটি ছড়িয়ে পড়তে থাকে। পশ্চিমের চোখে আফগানিস্তানকে এভাবে দেখা এই প্রথম। ছবিটির জনপ্রিয়তার চাপেই একসময় ‘আফগান গার্ল’-কে আবার খুঁজতে পাকিস্তান এলেন ম্যাককুরি। প্রায় ১২ বছর অনুসন্ধানের পর ২০০২ সালে তার সন্ধান পান তিনি। আফগানিস্তান তখন মার্কিন সেনাবাহিনীর নিয়ন্ত্রনাধীন।

সেই ‘আফগান গার্ল’ শরবত গুলা আবার ২০১৬ সালে পাকিস্তান পুলিশের হাতে ধরা পড়েন। মার্কিন সেনাবাহিনীর উপদ্রবের হাত থেকে বাঁচতে বে-আইনিভাবে সীমান্ত পেরিয়ে চলে এসেছিলেন তিনি। অবশ্য তখন আফগান প্রেসিডেন্ট আসরফ গনি তাঁর নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আবারও আফগানিস্তানে ফিরেছিলেন শরবত। তবে তালিবান শাসনে আবার তাঁর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন অনেকে। শরিয়তই আইন অনুযায়ী মহিলাদের নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তালিবান সরকার। অথচ বাস্তবে দেখা গিয়েছে, আফগান মহিলা ফুটবল দল থেকে শুরু করে নানা স্তরের মহিলাদের ওপর নেমে এসেছে অত্যাচার। শরবত গুলার মতো পরিচিত একজন মহিলাও তালিবানদের দৃষ্টি এড়িয়ে লুকিয়ে থাকতে পারবেন না। তবে ইতালি সরকারের খবর পাওয়ার পর অনেকেই নিশ্চিন্ত হয়েছেন। শরবত গুলা আফগানিস্তানের একজন প্রধান মুখ। তাঁর নিরাপত্তার প্রশ্নটিও তাই বিশেষ গুরুত্বপূর্ণ।

Powered by Froala Editor

আরও পড়ুন
শীত পড়তেই চরম খাদ্য সংকটে আফগানিস্তান, বাড়ছে দুর্ভিক্ষের সম্ভাবনা

More From Author See More