শ্রোতার আসনে সারি সারি গাছ, বার্সেলোনার অপেরায় বিশ্বজুড়ে শুধুই মুগ্ধতা

বিশ্বের অন্যান্য অপেরার মতোই দীর্ঘদিন বন্ধ ছিল বার্সেলোনার লিস্যু অপেরা হাউস। করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে সামাজিক জমায়েত এড়াতে এই লকডাউনেই আস্থা রেখেছিলেন সকলে। তবে অবশেষে সোমবার খুলে গেল অপেরা। শিল্পী ইউগেনিও আম্পুদিয়ার সুরের মূর্ছনায় মুগ্ধ শ্রোতারা। তবে শ্রোতাদের চরিত্র খানিকটা অন্যরকম। তারা মানুষ নয়। তারা গাছ। মাথার উপর সবুজ পাতা নিয়ে টবের উপর দাঁড়িয়ে ছিল তারা।

এই অভিনব কনসার্টের কথা শুনে অনেকেরই মনে পড়ে যেতে পারে শৈশবের দিনগুলি। একটু একটু করে বেড়ে ওঠার সময় প্রকৃতির সমস্তকিছুকেই যখন বন্ধু বানিয়ে ফেলে মানুষ, তখন কারোর ইস্কুলের পড়ুয়া কারোর গানের শ্রোতা অথবা নাচের দর্শক হয়ে ওঠে এই বোবা বন্ধুরাই। আসলে ছোটদের সঙ্গে প্রকৃতির এক অদ্ভুত যোগাযোগ গড়ে ওঠে। সেই যোগাযোগটাই আবার নতুন করে গড়ে তুলতে চেয়েছেন শিল্পী।

অবশ্য প্রেক্ষাগৃহের মধ্যে কোনো মানুষ দর্শক উপস্থিত না থাকলেও বাড়িতে বসে দূরদর্শনে অনুষ্ঠানের সাক্ষী থেকেছেন অনেকেই। বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন শিল্পী। অবশ্য সেটা তাঁর জীবনে নতুন কিছু নয়। কিন্তু এই করোনার দিনগুলিতে মানুষকে নতুন করে প্রকৃতির মুখোমুখি দাঁড় করাতে পেরে খুশি তিনি। আর এই উদ্যোগ তিনি উৎসর্গ করেছেন পৃথিবীর নানা প্রান্তে ভাইরাসের বিরুদ্ধে লড়তে থাকা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের। ২২৯২টি গাছ তিনি উৎসর্গ করেছেন সেইসব প্রথম সারির যোদ্ধাদের। তাঁদের হাতেই খুব শিগগিরই গাছগুলি তুলে দেবেন শিল্পী। প্রকৃতির সঙ্গে মানিয়ে নিতে না পেরে মানুষ নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এবার সময় এসেছে মানুষ ও প্রকৃতিকে মিলিয়ে দেওয়ার।

Powered by Froala Editor

আরও পড়ুন
একটিমাত্র গাছ দিয়েই তৈরি আস্ত জঙ্গল, ভারতেই রয়েছে এই স্থান

More From Author See More