সামরিক শাসকের বিরুদ্ধে প্রতিবাদে সামিল সুদানের স্পাইডার-ম্যান

সুদানের (Sudan) রাজধানী খারতুমের রাজপথ। সেখানেই জড়ো হয়েছেন কয়েক হাজার মানুষ। অহরহ স্লোগান উঠছে স্বৈরাচারী সামরিক শাসকের বিরুদ্ধে। সেইসঙ্গে তাঁদের দিকে মাঝে মাঝেই ধেয়ে আসছে রাবার বুলেটের ঝাঁক, টিয়ারগ্যাস। এই বিশৃঙ্খলার মধ্যেই নজর কাড়তে বাধ্য অদ্ভুত পোশাক পরিহিত এক অবস্থানকারী। লালের ওপর নীল রং-এর নকশা করা এই পোশাক, মুখোশ আমাদের সকলেরই পরিচিত। স্পাইডার-ম্যান (Spider-Man)। হ্যাঁ, সম্প্রতি সুদানে দেখা গেল এমনই অবাক করা দৃশ্য।

গত বছরের কথা। দেশের প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতাদের আটক করে মসনদের ক্ষমতা নেয় সামরিক বাহিনী। তারপর থেকেই সামরিক শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন দেশের সাধারণ নাগরিকরা। চলছে প্রতিবাদ-অবস্থান। এখনও পর্যন্ত শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর নির্মম গুলিবর্ষণে। সম্প্রতি গ্রেপ্তার হন সুদানের কমিউনিস্ট পার্টির নেতা মহম্মদ মুখতার আল খাতিব। তারপর আবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে সুদান। আর সেখানেই হাজির স্পাইডার-ম্যান। 

কিন্তু হঠাৎ সুপারহিরোর কস্টিউম কেন? মূলত, দুটি কারণে স্পাইডার-ম্যানকে বেছে নিয়েছেন সুদানের এই তরুণ আন্দোলনকারী। স্ট্যান লি-নির্মিত স্পাইডারমান কমিক চরিত্রটি চিরকালই রেজিস্ট্যান্সের প্রতীক। তার লড়াই ভালোর হয়ে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই একমাত্র লক্ষ্য তার। সুদানের আন্দোলনের পিছনেও লুকিয়ে রয়েছে এই এক উদ্দেশ্য। পাশাপাশি তরুণ প্রজন্মের মধ্যে স্পাইডার-ম্যানকে নিয়ে আগ্রহের শেষ নেই। তাই তাঁরাও উদ্বুদ্ধ হয়ে যোগ দিতে পারেন এই আন্দোলনে। এই সবদিক ভেবেই স্পাইডার-ম্যানকে বেছে নিয়েছেন তিনি। দ্বিতীয়ত, নিজের পরিচয় গোপন করতেও কমিকসের স্পাইডির মতো মুখোশে মুখ ঢেকেছেন তিনি। 

তবে এই প্রথম নয়। ২০১৯ সালে স্বৈরশাসক ওমর আল-বশিরের পতনের সময়ও, বিক্ষোভে একইভাবে অংশ নিয়েছিলেন সুদানের স্পাইডার-ম্যান। তাঁর এই উদ্যোগ অভিনব তো বটেই, পাশাপাশি এই মুখোশের পিছনে লুকিয়ে থাকা ব্যক্তিত্বটিও বেশ আকর্ষণীয়। সুদানের স্পাইডি ব্যক্তিগত জীবনে একজন স্ব-শিক্ষিত গবেষক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বিগত এক দশকেরও বেশি সময় ধরে নিভৃতে বিজ্ঞানচর্চা করে চলেছেন তিনি। দরিদ্র শিশুদের বিনামূল্যে পাঠ দিচ্ছেন রোবোটিক্সের। কিন্তু এবার দেশের সংকটে ফের শিক্ষকের ভূমিকা ছেড়ে বাধ্য হয়েই প্রতিবাদে সামিল হতে হল তাঁকে…

আরও পড়ুন
স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কমিশনার এক বাঙালি; সামলেছেন সুদানের দায়িত্বও!

Powered by Froala Editor

আরও পড়ুন
চরমতম দুর্ভিক্ষ সুদানে, খিদের জ্বালায় মৃত্যুমুখে অসংখ্য শিশু