ভারতেই তৈরি হবে স্পুটনিক, রেড্ডিস ল্যাবরেটরিজের সঙ্গে গাঁটছড়া শিল্পা মেডিকেয়ারের

কোভিশিল্ড, কোভ্যাকসিনের পর এবার বাজারে চলে এল স্পুটনিক ভি। গতকাল থেকেই শুরু হয়ে গেল স্পুটনিক ভি-র টিকাকরণ। এরই মধ্যে ভারতে এই রাশিয়ান ভ্যাকসিন উৎপাদনের চুক্তিতে স্বাক্ষর করল ওষুধ প্রস্তুতকারী সংস্থা শিল্পা মেডিকেয়ার। রেড্ডিস ল্যাবরেটরিজের সঙ্গে গতকাল গাঁটছড়া বাঁধল এই সংস্থাটি।

স্পুটনিক ভি উৎপাদনের জন্য রেড্ডিস ল্যাবরেটরিজের সঙ্গে আপাতত ৩ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে সংস্থাটি। জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে পরবর্তীকালে বাড়ানো হতে পারে চুক্তির মেয়াদ। কর্নাটকের ধারওয়াদে অবস্থিত শিল্পা মেডিকেয়ারের উৎপাদন কেন্দ্রেই তৈরি হবে স্পুটনিক ভি। অন্যদিকে এই ভ্যাকসিন বণ্টন এবং বিপণনের দায়িত্ব সামলাবে রেড্ডিস ল্যাবরেটরিজ। রেড্ডিস ল্যাবরেটরিজের তরফে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই প্রযুক্তি স্থানান্তরিত করা হবে কর্নাটকের ওই উৎপাদন কেন্দ্রে।

চুক্তি অনুযায়ী, প্রথম এক বছরে ডুয়াল ভেক্টর স্পুটনিক ভি-এর ১০ কোটি ডোজ উৎপাদন করবে এই সংস্থা। তবে রাশিয়ান এই টিকার বিশেষত্ব, টিকার দুটি ডোজের মধ্যে এখানে রয়েছে সামান্য রাসায়নিক তারতম্য। ফলত, সেই কথা মাথায় রেখেই ৫ কোটি প্রথম ডোজ এবং ৫ কোটি দ্বিতীয় ডোজ তৈরি করবে শিল্পা মেডিকেয়ার। 

তবে শুধু ভ্যাকসিন প্রস্তুতিই নয়, সেইসঙ্গে সমানভাবে চলবে ভ্যাকসিন নিয়ে গবেষণা। মূলত, স্পুটনিকের সিঙ্গেল ডোজ কোভিড-১৯ ভ্যাকসিনের ওপরে গবেষণা চালাবে শিল্পা মেডিকেয়ার। আগামীতে করোনা মোকাবিলায় এই একক ডোজের ভ্যাকসিনই বড়ো হাতিয়ার হতে চলেছে বলে দাবি গবেষকদের। অদূর ভবিষ্যতে এই অভিনব ভ্যাকসিন বাজারে চলে এলে বৃদ্ধি পাবে টিকাকরণের গতি।

আরও পড়ুন
গঙ্গাতীরে গণকবর, দেশের করোনা-পরিস্থিতির প্রতিফলন উত্তরপ্রদেশে?

চলতি মাসের শুরুতেই স্পুটনিককে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। দেশজুড়ে টিকার চাহিদা মেটাতে তাই তড়িঘড়ি করেই রাশিয়া থেকে আমদানি করা হয় এই ভ্যাকসিন। তবে বাজার চলতি অন্যান্য যে কোনো ভ্যাকসিনের থেকেই স্পুটনিকের দাম অনেকটাই চড়া। প্রতি ডোজ এই ভ্যাকসিনের জন্য গ্রাহকদের গুনতে হবে ৯৯৫ টাকা। রাশিয়া থেকে আমদানির কারণেই এত বেশি দাম এই ভ্যাকসিনের। আশা করা হচ্ছে ভারতে উৎপাদন শুরু হলে এই ভ্যাকসিনের দাম খানিকটা হলেও কমবে। তবে, এখনও পর্যন্ত সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি রেড্ডিস ল্যাবরেটরিজ ও শিল্পা মেডিকেয়ার সংস্থার পক্ষ থেকে। 

আরও পড়ুন
দেশজুড়ে ভ্যাকসিন-সংকট, সরকারকেই কাঠগড়ায় তুললেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা

Powered by Froala Editor

আরও পড়ুন
মজবুত করতে হবে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো, করোনা-মোকাবিলায় নিদান চিকিৎসকদের