ক্যানসার এমনই এক মারণ রোগ, যার থেকে পরিত্রাণ নেই কোনো। হ্যাঁ, কেমোথেরাপি, রেডিওথেরাপি, বিভিন্ন চিকিৎসা রয়েছে বটে। কিন্তু তা দিয়ে সম্পূর্ণভাবে ক্যানসার নিরাময় সম্ভব নয়। শুধু মৃত্যুর কাছ থেকে কিনে নেওয়া যায় খানিকটা সময়। তবে এবার ক্যানসার প্রতিরোধে এক অভিনব রাস্তা দেখালেন ভারতীয় বিজ্ঞানীরা। ব্যান্ডেজের ব্যবহারই এবার থেকে থামিয়ে দেবে ক্যানসারের দৌরাত্ম্য।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকেই জন্ম নিল এই বিশেষ ব্যান্ডেজ। স্কিন ক্যানসারে ত্বকের কোনো অংশ আক্রান্ত হলে সেখানে শুধু লাগিয়ে রাখতে হবে এই প্যাচ। তাহলেই হবে কাজ। ধীরে ধীরে ম্যালিগন্যান্ট সেল বা ক্যানসার কোষের বিরুদ্ধে লড়াই চালাবে এই ব্যান্ডেজই।
কিন্তু কীভাবে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ব্যান্ডেজে ব্যবহৃত হয়েছে ফেরোসোফেরিক অক্সাইডের তৈরি চৌম্বকীয় ন্যানোপার্টিকল বা ন্যানো ফাইবার। যা কাজ করবে অনেকটা চৌম্বকীয় হাইপারথার্মিয়া চিকিৎসা পদ্ধতিতেই। বাহ্যিক পরিবর্তনশীল তড়িৎক্ষেত্রের প্রভাবে তৈরি এই চৌম্বকীয় ক্ষেত্র উত্তপ্ত করে তুলবে ক্যানসার কোষগুলিকে।
প্রাথমিকভাবে এই পদ্ধতি তৈরি করে ফেললেও তাতে সমস্যা রয়ে গিয়েছিল বেশ কিছু। সমান ভাবে ত্বকের কোনো অংশ উত্তপ্ত না হওয়ার দরুন ক্ষতির সম্ভাবনা থেকেই যাচ্ছিল। ছিল বিষক্রিয়া কিংবা জিনগত পরিবর্তনের আশঙ্কা। ফলে সেই পদ্ধতিকেই নিখুঁত করতে তুলতে সময় লেগেছে আরও বেশ কিছুটা।
প্রাথমিকভাবে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে মানব কোষ এবং ইঁদুরের ওপরে। তাতে সম্পূর্ণ রূপেই সফল হয়েছে চিকিৎসা পদ্ধতি। ইন-ভার্টো এবং ইন-ভিভো দুই পদ্ধতিতেই কাজ করতে পারছে এই প্রযুক্তি। সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারছে ত্বকের ক্যানসার। পাশাপাশি নেই পার্শ্বপ্রতিক্রিয়াও। তবে বাজারে আনার আগে আরও একবার খরগোশ, কুকুর, বানর প্রভৃতি প্রজাতির প্রাণীদের ওপরে পরীক্ষা চলবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তারপর শুধু ব্যান্ডেজের ব্যবহারেই মুক্তি পাওয়া সম্ভব হবে ক্যানসার থেকে...
Powered by Froala Editor
আরও পড়ুন
হারিয়েছেন ক্যানসারকে, ৩০ মাইলের ট্র্যায়াথলন চ্যালেঞ্জেও জীবনের বার্তা আন্দ্রেয়ার