রাতারাতি বদলে গেল বার্সেলোনার কোচ, দায়িত্ব নিলেন ‘পয়মন্ত’ রোনাল্ড কোয়েম্যান

কোচ সোতিয়েনকে নিয়ে ফুটবলারদের অভিযোগ ছিল দীর্ঘদিনেরই। তার ওপরেই চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলের হার। জার্মান ক্লাবের কাছে দুরমুশ হওয়ার পর আবার নতুন করে ঘর গোছাতে কোমর বেঁধে নামল বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ। রাতারাতি বদলে গেল কোচ। নতুন কোচ হলেন রোনাল্ড কোয়েম্যান।

প্রসঙ্গত, এক বছরের মধ্যেই এই নিয়ে দু’বার পর পর কোচ বদল করল ক্যাতালনের বিখ্যাত ক্লাবটি। জানুয়ারিতে ভালভারদের ছাঁটাইয়ের পরেও ক্লাবের সমস্যা মেটেনি সোতিয়েনকে নিয়ে এসেও। তবে ক্লাবের হাল ফেরাতে এবার প্রাক্তন বার্সা-তারকা রোনাল্ডকে বেছে নেওয়া। বার্সেলোনায় থাকাকালীন এক সোনালি যুগের অংশ হয়ে উঠেছিলেন রোনাল্ড। ১৯৯১ থেকে ৯৪ অবধি বার্সেলোনাকে দিয়েছিলেন ৪টি লা লিগা। ইউরোপিয়ান ক্লাব অর্থাৎ উয়েফার স্বাদও দিয়েছিলেন ১৯৯২ সালে। 

২০০০ সালে প্রথম কোচ হিসাবে অভিষেক হয়েছিল রোনাল্ড কোয়েম্যানের। ডাচ ক্লাব ভিটেসে থেকে যাত্রা শুরু করলেও পরের বছরেই আয়াক্সে যান কোচিং করাতে। খেলোয়াড় জীবনের মতোই কোচিং জীবনেও কাপ কিংবা লীগ-টাইটেল তাঁর কাছে একপ্রকার পয়পন্ত, তা বলাই বাহুল্য। ২০০১ সালেই শুরু হয় কোচিংয়ের জাদু। নেদারল্যান্ডের লীগ এবং কাপ দুটোই ঝুলিতে পুরেছিল আয়াক্স। পরে বেনফিকা, পিএসভি, ভ্যালেন্সিয়ার মত ক্লাবেও ফুল ফুটিয়েছেন সাইডলাইনে দাঁড়িয়ে। ভ্যালেন্সিয়াকে নিয়ে ২০০৭-০৮ এর কোপা দেল-রে ফাইনালে পৌঁছানো বার্সেলোনাকে হারিয়েই। তারপর স্বপ্নের জয়। ২০১০ সালের পর ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন। তবে সেইভাবে সাফল্য আসেনি ব্রিটিশ মাটিতে। ২০১৮ থেকে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার আগে অবধি নেদারল্যান্ডসের জাতীয় দলের ভার ছিল তাঁরই কাঁধে। তাঁর কোচিংয়ে ২০১৯ সালে উয়েফা নেশন লীগে রানার-আপ হয়েছিল নেদারল্যান্ডস।

আপাতত কোয়েম্যানের দু’বছরের চুক্তি হয়েছে ক্যাতালন ক্লাবটির সঙ্গে। ঘরের ছেলেকে ঘিরেই নতুন করে আশা বাঁধছেন বার্সেলোনার সমর্থকরা। কোচ কোয়েম্যান পাসিং ফুটবল তিকিতাকায় বিশ্বাসী হওয়ায়, বার্সেলোনার পুরনো ছন্দ ফিরে আসবে বলেই ধারণা অধিকাংশের। পাশাপাশিই নতুনদের ওপরেও ভরসা রাখেন কোয়েম্যান। তাঁর হাত ধরে উঠে এসেছে বহু তরুণ ফুটবলার। এখন দেখার বার্সেলোনার খরা কতটা বদলে দিতে পারেন কোয়েম্যান, তার অপেক্ষাতেই জাল বুনছেন ক্যাতালনবাসীরা...

আরও পড়ুন
বায়ার্নের টিমগেমের কাছে পর্যুদস্ত বার্সেলোনা; স্ট্র্যাটেজি এবং মেসি-নির্ভরতাই ডেকে আনল বিপদ

Powered by Froala Editor

আরও পড়ুন
বার্সেলোনা ছাড়তে চলেছেন মেসি? স্প্যানিশ সংবাদমাধ্যমের বক্তব্য ঘিরে গুঞ্জন

More From Author See More