মানুষের আঁকা ‘প্রাচীনতম’ পশুর ছবি আবিষ্কৃত ইন্দোনেশিয়ার গুহায়

অতি প্রাচীন এক ছবি। ঠিক কত পুরনো হতে পারে? দা ভিঞ্চি বা মাইকেল্যাঞ্জেলোর সময়কার? বা সুমেরীয়, মিশরীয় সভ্যতার সময়ের কোনো ছবি? অথবা বড়োজোর আলতামিরার গুহাচিত্র, যার বয়স ১৫ হাজার বছরের বেশি নয়। কিন্তু ৪৫ হাজার বছর আগেও কি মানুষ ছবি আঁকতে শিখেছিল? এবার অন্তত প্রত্নতাত্ত্বিকরা বলবেন, হ্যাঁ। ইন্দোনেশিয়ার প্রাচীন গুহায় সন্ধান পাওয়া গেল ৪৫৫০০ বছরের পুরনো ছবি। এখনও অবধি সন্ধান পাওয়া সেটাই মানুষের আঁকা সবচেয়ে প্রাচীন ছবি।

সম্প্রতি ‘সায়েন্স অ্যাডভান্সেস’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এই আশ্চর্য আবিষ্কারের খবর। এতদিন অবশ্য সেই গুহায় বহুবার ঢুঁ মেরেছেন প্রত্নতাত্ত্বিকরা। কিন্তু গুহার দেয়ালে চুনাপাথরের স্তর সরিয়ে এ ছবি এতদিন উদ্ধার করেননি কেউ। অবশেষে সন্ধান পাওয়া গেল ম্যাক্সিম অবার্টের অনুসন্ধানের ফলে। দেখা গেল একটি আস্ত শুকরের ছবি। তার আকারও বাস্তবের শুকরের মতোই। সামনে বেরিয়ে আসা বড়ো বড়ো দুটো দাঁত যেন সত্যিই ভয়ঙ্কর। আরও দুটি শুকরের ছবির কিছুটা অংশ দেখা যাচ্ছে। সঙ্গে রয়েছে দুটি মানুষের হাতের ছাপও।

এই ছবি যে আধুনিক মানুষ, অর্থাৎ হোমো স্যাপিয়েন্সের হাতের আঁকা তাতে সন্দেহ নেই। কিন্তু এত বছর আগে এমন ছবি সত্যিই অবাক করে। আধুনিক মানুষের বয়স তখন নিতান্তই কম। এমনকি, অধ্যাপক অবার্টের মতে ছবির বয়স আরও পুরনো হতে পারে। এখনও অবধি শুধু ছবির উপরে থাকা চুনাপাথরের স্তরের বয়স জানা গিয়েছে। যদিও এর থেকে প্রাচীন কোনো পশু বা দেহাকৃতির ছবি না পাওয়া গেলেও কিছু প্রাচীন জ্যামিতিক চিত্রের হদিশ প্রত্নতাত্ত্বিকরা আগেই পেয়েছেন। দক্ষিণ আফ্রিকায় ৭৩ হাজার বছরের প্রাচীন একটি ডুদলের সন্ধান পাওয়া গিয়েছে, যা দেখতে অনেকটা হ্যাশট্যাগের মতো। এমন একটা আবিষ্কার যে ঐতিহাসিকদের নানা ধারণাকেই বদলে দিতে পারে, সে-কথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

আরও পড়ুন
রত্নাগিরির গুহাচিত্রে বিদেশি যোগ? দ্বন্দ্বে ঐতিহাসিকরা

More From Author See More