অস্ট্রেলিয়ায় প্রাচীন গুহাচিত্রের সন্ধান, ফুটে উঠেছে জাদুবিশ্বাস

সৃষ্টি মানুষকে চিরকাল আঁকড়ে থেকেছে। শুধু আজকের আধুনিক সময় বা রেনেসাঁ পিরিয়ড নয়; সেই প্রাচীন মানবরাও গুহার আড়ালে নিজের মতো করে এঁকে রেখেছিল। আজকের ইতিহাস সেই সব আশ্চর্য জগত তুলে আনছে আমাদের সামনে। ঠিক যেমন উঠে এল অস্ট্রেলিয়ায়। সেই সঙ্গে গবেষকরা খুঁজে পেলেন সেখানকার প্রাচীন জনজাতির এক খণ্ডচিত্র।

অস্ট্রেলিয়ার উত্তরভাগে অবস্থিত লিম্মেন ন্যাশনাল পার্ক। সেখানেই রয়েছে ইলবিলিনজি রকশেল্টার। আর এখানেই প্রত্নতাত্ত্বিকরা খুঁজে পেয়েছেন এই গুহাচিত্র। এর বিশেষত্ব কী? গবেষকরা জানাচ্ছেন, বেশ কিছু অদ্ভুত ছবির হদিশ পেয়েছেন তাঁরা। এর মধ্যে পুতুলের মতো দেখতে মানুষের অবয়ব, লম্বা গলার কচ্ছপ জাতীয় প্রাণী, কাঁকড়া— এইসবই উঠে এসেছে। সঙ্গে রয়েছে বেশ কিছু জ্যামিতিক গঠন। মানুষের অবয়বগুলির মধ্যে কারোর হাতে রয়েছে ঢাল, কারোর ব্যুমেরাং। 

ইলবিলিনজির গুহাচিত্রের বেশ কিছু ধরণ অস্ট্রেলীয় লোককথা ও প্রাচীন সংস্কৃতির সঙ্গে মিলে যায়। তবে গবেষকরা মনে করছেন, এই বিশেষ ছবিগুলোর সঙ্গে আদিবাসীদের জাদুবিশ্বাস জড়িয়ে আছে। সেই কথাই হয়তো ফুটে উঠেছে এখানে। তবে গবেষণা এখনও জারি রেখেছেন তাঁরা। অস্ট্রেলিয়ার প্রাচীন জনগোষ্ঠী ও মানুষদের নিয়ে কাজ করার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খোঁজ। ইতিমধ্যেই ওই ছবিগুলির মোটিফ বের করার চেষ্টা করা হয়েছে। সব মিলিয়ে, অস্ট্রেলিয়ার প্রাচীন ইতিহাসের গবেষণা নিয়ে উৎসাহ ক্রমশ বাড়ছে। 

Powered by Froala Editor

More From Author See More