পরিত্যক্ত খনিতে ‘কোয়ারেন্টাইন’ ভারত-ফেরতা অস্ট্রেলিয়দের!

দীর্ঘ ২ সপ্তাহ ধরে অস্ট্রেলিয়া সরকারের উপর ক্রমাগত চাপ এসেছে ভারতের মধ্যে থাকা নাগরিকদের ফেরার ব্যবস্থা করার। শ্রীলঙ্কায় নাগরিকদের পুণর্বাসনের সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে একাধিক জটিলতা। অবশেষে নাগরিকদের দেশে ফেরানোর কাজ শুরু করল অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী। শনিবার বিকালেই বিমান বাহিনীর হেলিকপ্টার কয়েকজন নাগরিককে অস্ট্রেলিয়ায় ফিরিয়ে নিয়ে গেল। কিন্তু ভারত থেকে আসা মানুষদের এখনই দেশের মূল ভূখণ্ডে থাকতে দিতে রাজি নয় সরকার। পরিবর্তে উত্তরাঞ্চলের একটি পরিত্যক্ত খনি অঞ্চলেই তাঁদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে আবারও বিতর্কের মুখে পড়েছে অস্ট্রেলিয়া সরকার।

করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত রকম আন্তর্জাতিক যাতায়াত বন্ধ করে অস্ট্রেলিয়া সরকার। ২০২০ সালের মে মাস থেকে এখনও পর্যন্ত সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য এবং যাত্রী পরিবহণ বন্ধ। একমাত্র অস্ট্রেলিয়ার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে সরকার। তবে ভারতে দ্বিতীয় তরঙ্গের সংক্রমণ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া সরকার সিদ্ধান্ত নেয়, ভারত থেকে কাউকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না। কারণ অন্যান্য দেশের করোনা স্ট্রেনের সঙ্গে ভারতের করোনা স্ট্রেনের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এমনকি ভারতে আইপিএল খেলতে আসা ক্রিকেট খেলোয়াড়দেরও শ্রীলঙ্কায় কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়। তবে ২ সপ্তাহের কোয়ারেন্টাইন কাটিয়ে কেউ দেশে ফিরতে চাইলে তাঁদের জন্য অবশেষে দরজা খুলে দিল অস্ট্রেলিয়া। কিন্তু দেশে ফিরে আবারও ২ সপ্তাহের কোয়ারেন্টাইন কাটাতে হবে তাঁদের। অন্যান্য দেশ থেকে ফিরে আসা নাগরিকদের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের যাবতীয় ব্যবস্থা তাঁদের নিজেদেরই করতে হয়। তবে ভারত থেকে যাঁরা ফিরবেন, তাঁদের জন্য ইতিমধ্যে হাওয়ার্ড স্প্রিং খনি অঞ্চলে বিরাট কোয়ারেন্টাইন হাব তৈরি করেছে সরকার।

অস্ট্রেলিয়া সরকারের এই কঠোর সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিশ্বের বহু মানবাধিকার কর্মী। তবে সরকারের পালটা বক্তব্য, দেশকে নিরাপদ রাখতে গেলে এটুকু করতেই হবে। অস্ট্রেলিয়ার নাগরিক এবং স্থায়ী বাসিন্দা মিলিয়ে অন্তত ৯ হাজার মানুষ ভারতে আটকে পড়েছেন। আগামী নভেম্বরের আগে সবাইকে দেশে ফেরানো হবে বলেই জানিয়েছে অস্ট্রেলিয়ার বিমান বাহিনী। তবে এক্ষেত্রে বয়স্ক এবং কো-মর্বিডিটিযুক্ত মানুষরাই অগ্রাধিকার পাবেন।

Powered by Froala Editor

আরও পড়ুন
মজবুত করতে হবে গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো, করোনা-মোকাবিলায় নিদান চিকিৎসকদের

Latest News See More