৫০ লক্ষ বছর পুরনো হাতির জীবাশ্ম উদ্ধার উত্তরপ্রদেশে, পৃথিবীর প্রাচীনতম

করোনা ভাইরাস, যুদ্ধ-পরিস্থিতি, বিশিষ্ট ব্যক্তিদের অকালপ্রয়াণ সব মিলিয়ে ২০২০ সালটা কোনো দিক দিয়েই ভালো যাচ্ছে না। তবে এই স্বব্ধ হয়ে যাওয়া সভ্যতার মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে একের পর এক ইতিহাসের খণ্ডচিত্র। কার্যত নতুন নতুন দিশা খুলে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিকদের কাছে। উত্তরপ্রদেশে এবার উদ্ধার হল একটি বহু-প্রাচীন হাতির জীবাশ্ম।

উত্তরপ্রদেশের পশ্চিমে জঙ্গলে ঘেরা অঞ্চল সাহারানপুর। সেখানেই বাদশাহী বাগ এলাকা থেকে উদ্ধার হল এই হাতির জীবাশ্মটি। দেরাদুনের কাছের ওই অঞ্চলটিতে ব্যাঘ্র সংরক্ষণের জন্য পরিকাঠামো গঠনের কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই। লাগানো হয়েছিল ক্যামারাও। সেই জালেই ধরা পড়ল জীবাশ্মটি।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জীবাশ্মটির বয়স অন্তত ৫০ লক্ষ বছর। হতে পারে ৮০ লক্ষ বছরও। সঠিকভাবে বয়স বলা যাবে কার্বন ডেটিংয়ের পর। এমনটাই জানালেন সাহারানপুর ডিভিশনের কমিশনার সঞ্জয় কুমার। তবে সদ্য খুঁজে পাওয়া এই জীবাশ্মটিই পৃথিবীর আদিমতম হাতির জীবাশ্ম। ফলে উচ্ছ্বসিত প্রত্নতাত্ত্বিক এবং প্যালিয়েন্টোলজিস্টরা। এই আবিষ্কার ঘিরেই ধারণা পাওয়া যাচ্ছে হিমালয়ের পাদদেশের তরাই অঞ্চলে একসময় বসবার ছিল দীর্ঘকায় হাতি, জিরাফ, জলহস্তী, ঘোড়াসহ অন্যান্য বন্যপ্রাণীদের।

এই জীবাশ্মের সূত্রে ওই অঞ্চলে নতুন উদ্যোমে কাজ শুরু করার কথা ভাবছেন জীবাশ্ম গবেষকরা। ওই অঞ্চলের বসবাসকারী উপজাতি ‘ভান গুজ্জার’-দের সঙ্গে নিয়েই কাজের পরিকল্পনা করে ফেলেছেন তাঁরা। আশাবাদী এই অঞ্চলে পাওয়া যেতে পারে হস্তী পরিবারের বৃহত্তর বিলুপ্ত সদস্য স্টেগোডনের জীবাশ্মও। যোগ দেবেন ওয়াদিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি’র গবেষকরাও।

আরও পড়ুন
কেটে ফেলার পর মাথায় হাত; পৃথিবীর ‘প্রাচীনতম’ জীবিত গাছ ছিল ওটিই!

কিছুদিন আগেই উড়িষ্যায় নদীর তলা থেকে মাথা চাড়া দিয়েছিল একটি পাঁচশো বছরের পুরনো মন্দির। অন্ধ্রপ্রদেশে বালি খাদানের সময় বেরিয়ে এসেছিল চাপা পড়ে যাওয়া দুশো বছরের প্রাচীন শিব মন্দিরও। এবার আরো একবার মানুষের কাছে ধরা দিল প্রাচীন ইতিহাসের অংশ। যাকে ঘিরে উত্তেজিত দেশের মানুষ...

আরও পড়ুন
১২ মিলিয়ন বছরের পুরনো কাঁকড়ার জীবাশ্ম উদ্ধার নিউজিল্যান্ডে

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More