হার ম্যানচেস্টার সিটির, অঘটন ঘটিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অলিম্পিক লিয়ঁ

আবার অঘটন চ্যাম্পিয়ন্স লিগে। ক্লাব ফুটবলের অন্যতম সেরা শক্তি ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে শেষ চারে পৌঁছে গেল ফরাসি ক্লাব অলিম্পিক লিয়ঁ। এর আগে রিয়েল মাদ্রিদের মতো ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছনো ম্যানচেস্টার সিটি সহজেই শেষ চারে পৌঁছে যাবে বলে মনে করা হয়েছিল। যদিও সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বারবারই বলেছিলেন কোনোমতেই জুভেন্টাসকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছনো ফরাসি ক্লাবকে খাটো করে দেখা যাবে না। বাস্তবে ঘটল সেটাই। ম্যাচের প্রায় সারাক্ষণই বলের দখল গুয়ার্দিওলার দলের কাছে থাকলেও হার না মানা মানসিকতায় শেষ হাসি হাসল লিয়ঁ।

খেলায় প্রথমার্ধের ২৪ মিনিটের মাথায় গোল করে লিয়ঁকে এগিয়ে দেন গত মরশুমেও সিটির বিরুদ্ধে গোল করা ম্যাক্সওয়েল কর্নেট। এরপর প্রবলভাবেই খেলায় ফেরে ব্রিটিশ ক্লাব। কেভিন ডি ব্রুয়েনের গোলে ম্যাচের ৬৯ মিনিটের মাথায় সমতা ফেরায় সিটি। ঠিক যখন খেলায় জাঁকিয়ে বসেছে ম্যানচেস্টারের দলটি, তখনই খেলার গতির বিরুদ্ধেই পরপর দুটি গোল করে সুপার সাব হয়ে ওঠেন পরিবর্ত হিসেবে নামা মুসা ডেম্বেলে। 

করোনা পরবর্তী সময়ে চালু হওয়া চ্যাম্পিয়ন্স লিগের চলতি পর্যায়ে একক নৈপুণ্যের বদলে টিম গেমই হাতিয়ার হয়ে চলেছে সাফল্য পাওয়া ক্লাবগুলির। তথাকথিত বড়ো নাম না থাকলেও সঠিক স্ট্রাটেজি এবং গেমপ্ল্যানকে হাতিয়ার করেই বাজিমাত করছেন জার্মান ক্লাব লিপজিগ অথবা অলিম্পিক লিয়ঁর মতো দলের কোচেরা। সেমিফাইনালে এবার ফ্রান্স বনাম জার্মানি লড়াই তাই দেখা যাবে দু'টি ম্যাচেই। পিএসজি মুখোমুখি হবে লিপজিগের এবং গত ম্যাচে বার্সেলোনাকে বিপুল ব্যবধানে হারানো বায়ার্ন মিউনিখ মুখোমুখি হবে সদ্য অঘটন ঘটানো অলিম্পিক লিয়ঁর। তাই আগামী কয়েক সপ্তাহ যে টানটান উত্তেজনায় বুঁদ হয়ে থাকবে ফুটবল বিশ্ব সে কথা বলাই বাহুল্য।

Powered by Froala Editor

Latest News See More