হাইটেক পরিষেবা এবার সমস্ত সরকারি স্কুলে, ভারতকে পথ দেখাচ্ছে কেরালা

স্কুলের বোর্ডের উপরেই রাখা একটি প্রোজেক্টর। প্রোজেক্টর চালানোর জন্য ক্লাসরুমেই রয়েছে কম্পিউটার। তার সঙ্গে সাউন্ড সিস্টেম। সব মিলিয়ে কোনো ব্যবহুল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কথাই মনে হয়। কিন্তু এই বর্ণনা ছিল আসলে কেরালার সরকারি স্কুলের। হ্যাঁ, শুনতে আশ্চর্য লাগলেও সত্যি, কেরালার সমস্ত সরকারি স্কুলে তৈরি হতে চলেছে এমন ব্যবস্থাই।

বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে রীতিমতো মডেল হিসাবে পরিচিত হয়ে গিয়েছে কেরালার নাম। রাজ্যের সমস্ত শিশুর কাছে প্রাথমিক শিক্ষার সুযোগ পৌঁছে দিতে দীর্ঘদিন ধরেই সফল কেরালা। আর তাই একমাত্র এই রাজ্যেই ৯০ শতাংশের বেশি মানুষ শিক্ষিত। আর শিক্ষার সুযোগের সঙ্গে শিক্ষার মান উন্নত করার বিষয়েও সবসময় ভেবে আসছে সরকার। এমনটাই জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। 

রাজ্যের ১৬ হাজার সরকারি স্কুলকে হাই-টেক স্কুলে বদলে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে সম্প্রতি। আর এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই লক্ষমাত্রা মাথায় রেখে কাজও। সব মিলিয়ে ৩ লক্ষ ৭৪ হাজারের বেশি যন্ত্রপাতি কিনতে হবে এই প্রকল্পের জন্য। তার সঙ্গে সমস্ত স্কুলের শিক্ষকদের যন্ত্রপাতি ব্যবহার করার শিক্ষাও দিতে হবে। সব মিলিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এই উদ্যোগ ছড়িয়ে দয়া কঠিন নিশ্চই। কিন্তু শিক্ষার প্রসারে অনেক কঠিন কাজকেই সহজ করে নিয়েছে কেরালা। এবারেও সেভাবেই সাফল্য মিলবে বলে আশাবাদী শ্রী বিজয়ন। আর সেইসঙ্গে সরকারি স্কুলের অসংখ্য ছাত্রছাত্রী নিজেদের সাধ্যের মধ্যেই পেয়ে যাবে উন্নত মানের শিক্ষা।

Powered by Froala Editor