হিমালয়ের পাহাড়ি পথে বসে আছে একটি ছাগলের মতো প্রাণী। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, দেখা গিয়েছে প্রাণীটিকে। হিমালয়ান সেরো, অর্থাৎ এই পাহাড়ি ছাগলের প্রজাতিটি বিলুপ্ত হয়ে গিয়েছে বলেই ধরে নিয়েছিলেন অনেকে। তবে আবারও স্পিতি ভ্যালির শীতল মরু অঞ্চলে প্রাণীটির দেখা পেয়ে সত্যিই অবাক হয়েছেন বিশেষজ্ঞরা।
একসময় স্পিতি ভ্যালির বুকে অসংখ্য হিমালয়ান সেরো দেখা যেত। রীতিমতো শিবালিক জুড়ে দাপিয়ে বেড়াত তারা। কিন্তু বিগত ৫০ বছর ধরে কোনো আদর্শ জনজাতির সন্ধান পাওয়া যায়নি। শুধু সংরক্ষিত এলাকায় কিছু সেরোকে দেখা যায় এখনও। তাই স্বাভাবিকভাবেই স্পিতি ভ্যালিতে এই প্রাণীটির সন্ধান পাওয়ার খবরে সত্যিই অবাক হয়েছিলেন বিশেষজ্ঞরা। তাহলে কি গোপনে কোথাও কোনো অস্তিত্ব ছিল? পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠায় বনদপ্তর। তাঁরাও প্রাণীটির অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন।
বনদপ্তরের আধিকারিকদের তোলা ২৫টি ছবি দেখে সেটিকে হিমালয়ান সেরো বলেই চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। প্রাণীটির নিরাপত্তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বনবিভাগের কর্মীদের। আপাতত বেশ শান্তিতেই ঘুরে বেড়াচ্ছে এই হিমালয়ান সেরো। তবে মানুষের অস্তিত্বের কোনো সংকেত পেলেই পালিয়ে যাচ্ছে সে। যদিও প্রাণীটি হিমালয়ান সেরোর প্রকৃত জনজাতির সদস্য কিনা, তাই নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। অনেকেই মনে করছেন, রুপি ভাওয়া অভয়ারণ্য থেকে কোনোভাবে পালিয়ে এসেছে এই হিমালয়ান সেরো। যদিও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইতিমধ্যে মানিয়ে নেওয়ায় হিমালয়ের জলবায়ু এখনও সেরোর বসবাসের পক্ষে সম্পূর্ণ অনুপযোগী হয়ে ওঠেনি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে কোনোভাবে আবার প্রাণীটিকে ফিরিয়ে আনা যায় কিনা, তাই নিয়েই ভাবনাচিন্তা চলছে।
Powered by Froala Editor