বিশ্বের ‘একমাত্র’ বন্য গোল্ডেন টাইগার রয়েছে ভারতেই, দেখা মিলল কাজিরাঙায়

রয়েল বেঙ্গল টাইগার অথচ তার গায়ে কালো ডোরা নেই। বা থাকলেও তা খুবই অস্পষ্ট। তার ওপরে গায়ের রং-ও হলুদ নয়, বরং সোনালি। বাঘের সঙ্গে এমন একটা চারিত্রিক বৈশিষ্ট মেলাতে গেলে অসুবিধা হবে সবারই। কিন্তু এবার ভারতের কাজিরাঙা জাতীয় উদ্যানে দেখা গেল এমনই বিরল সোনালি বাঘের। যা শুধু ভারতে নয়, সারা পৃথিবীতে এই শতাব্দীতে প্রথম।

সম্প্রতি কর্ণাটকের বিখ্যাত বন্যপ্রাণী চিত্রগ্রাহক ময়ুরেশ হেন্ড্রে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে সন্ধান পেলেন এই বিরল ব্যাঘ্র প্রজাতির। ক্যামেরায় ধরা দিল রাজকীয় এই বন্যপ্রাণী। মুহূর্তেই তাঁর তোলা ছবিগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। নজর কাড়ে বহু মানুষের। তবে শুধু ছবিই তোলেননি ময়ুরেশ। তিনি বিরল এই বাঘিনীটির নামকরণ করেন ‘গোল্ডি’। 

গোল্ডেন টাইগার বা গোল্ডেন ট্যাবি টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের এই বিশেষ প্রজাতিটি পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে প্রায় এক শতক আগে। অরণ্যে তাদের স্বাভাবিক বিচরণ ছিনিয়ে নিয়েছে মানুষই। বিংশ শতকের শুরুর দিকে শেষ ভারতের বুকে দেখা গিয়েছিল এই বিপন্ন ব্যাঘ্র প্রজাতিকে। তবে মহিশূরের জঙ্গলে শেষ সোনালি বাঘটিকেও শিকার করেছিল মানুষ। বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে চিড়িয়াখানায় এবং ব্রিডিং সেন্টারে দেখা মেলে এই প্রজাতির। তা সংরক্ষণ সূত্রেই। তবে জঙ্গল-বনভূমির মাঝে তাদের স্বাভাবিক অস্তিত্ব আর নেই পৃথিবীর কোথাওই।

‘গোল্ডি’-র দর্শনে উচ্ছ্বসিত পরিবেশবিদরাও। চিরতরে হারিয়ে যাওয়ার পরেও এই বাঘের অস্তিত্ব অবাক করেছে তাঁদের। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হারিয়ে গেলেও সংকর প্রজননের মাধ্যমে বিশেষ এই জিন সংরক্ষিত হয়েছিল কোনোভাবে। যা দীর্ঘ এক শতক পরে প্রকট হয়েছে গোল্ডির দেহে। তবে বনদপ্তরকর্মীরা আলাদাভাবে ‘গোল্ডি’র সংরক্ষণের কথা ভাবছেন না। বিশ্বের একমাত্র বন্য এই গোল্ডেন টাইগারকে তার স্বাভাবিক বাসস্থানই উপহার দিতে চাইছেন তাঁরা...

আরও পড়ুন
মহারাষ্ট্রে একটি পূর্ণবয়স্ক বাঘ ও দুটি শাবকের মৃত্যু, সন্দেহ বিষক্রিয়ার দিকেই

Powered by Froala Editor