প্রয়াত কোভিডযোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ মেমোরিয়াল নলবনে

পেশাগতভাবে কেউ চিকিৎসক, কেউ আবার নার্স, পুলিশ, সাংবাদিক কিংবা নিছকই সংবাদপত্র বিক্রেতা। তবে বিগত দেড় বছরের মহামারী আবহে তাঁদের সকলেরই সাধারণ পরিচয় এখন ‘কোভিডযোদ্ধা’। মহামারীর এই ঘাতক সময়েও যাপনের গতি হঠাৎ করে স্তব্ধ হয়ে গেলেও অক্লান্তভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। আর তার জন্য মাশুলও গুনতে হচ্ছে তাঁদের। এখনও পর্যন্ত মারণ ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছেন বহু বহু চিকিৎসক, নার্স, পুলিশ। আক্রান্ত তারও কয়েকগুণ। এবার এই বাস্তব নায়কদেরই অভিনব শ্রদ্ধা জানাল মহানগরী। প্রয়াত কোভিডযোদ্ধাদের উৎসর্গ করে তৈরি মেমোরিয়াল ‘গ্রিন জোন’।

নলবনের দক্ষিণ প্রসারণ হিসাবে বছর খানেক আগেই ইএম বাইপাসের কাছে তৈরি হয়েছিল নলবন-২ পার্ক। সেখানেই গড়ে উঠছে এই মেমোরিয়াল। গত রবিবার প্রয়াত কোভিড যোদ্ধাদের স্মরণে সেখানেই বসানো হল প্রায় ২০০টি গাছের চারা। পাশাপাশি প্রতিটি গাছের সঙ্গে বসানো হল বিশেষ স্মৃতিফলকও। রবিবার বাসন্তী এক্সপ্রেসওয়ের নিকটবর্তী বামনঘাটায় এই অভিনব মেমোরিয়ালের উদ্বোধন করেন চিকিৎসক শ্রীদীপ রায়। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের আধিকারিক এবং প্রশাসনিক ব্যক্তিত্বরাও।

মাস খানেক আগেই কলকাতা পুলিশের সদর দফতরের কর্মী প্রবীর কর্মকার এবং তাঁর স্ত্রী সুপর্ণা কর্মকার রাজ্যের কাছে আবেদন করেছিলেন এই বিশেষ মেমোরিয়াল স্থাপনের জন্য। তাঁদের সেই উদ্যোগেই সাড়া দেয় প্রশাসন। নলবন-২ পার্কে প্রয়াত কোভিডযোদ্ধাদের জন্য বরাদ্দ করা হয় ৬ হাজার বর্গফুট অঞ্চল। 

প্রাথমিকভাবে দুশোটি গাছ বসানো হলেও, পরবর্তীতে আরও বেশি সংখ্যক বৃক্ষরোপণ করা হবে বলেই জানাচ্ছেন নলবন-২ পার্কের অধিকর্তা সমীর চক্রবর্তী। কোভিডযোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি পরিবেশের হাল ফেরাতেও বড়ো ভূমিকা রাখবে এই ছোট্ট গ্রিনজোন। এমনটাই অভিমত তাঁর। অন্যদিকে এই বিরল সম্মাননার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রয়াত কোভিডযোদ্ধাদের পরিজনরাও। তবে শুধু কলকাতাই নয়, আগামীদিনে গোটা রাজ্যে জুড়েই স্থাপিত হোক এমন মেমোরিয়াল, সেই আবেদনই করছেন তাঁরা…

আরও পড়ুন
কলকাতার বুকে পদার্থবিদ্যা ও রসায়নের কোর্স, পারিশ্রমিক ১০টি সোনার মোহর!

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রিন্স ডায়নার নামাঙ্কিত পুরস্কার পাচ্ছেন কলকাতার তরুণী