‘একবার বেঁচেছি দেবতা হয়ে’

স্কট বোলান্ড (Scott Boland)। যাঁরা আমার মতো খবরের কাগজ শেষ পাতা থেকে পড়েন, কিংবা টেস্ট ক্রিকেটের (Cricket) সেশনের পর সেশন একটানা টেলিভিশনের সামনে বসে থাকেন, তাঁরা নামটির সঙ্গে নিশ্চিতভাবেই পরিচিত। বিশ্বের জনপ্রিয়তম টেস্ট সিরিজ দ্যা অ্যাশেজের নতুন নায়ক। অস্ট্রেলিয়া চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল, এটা হেডলাইন হওয়ার আগেই তাবড় ক্রীড়ালিখিয়েরা শিরোনামে এনে ফেললেন স্কট বোলান্ডকে। তাঁর এক অবিশ্বাস্য কীর্তিকে। জীবনের প্রথম টেস্টে বোলান্ডের স্পেলটা অনেকটা এরকম- ৪-১-৭-৬; অর্থাৎ চব্বিশ বল করে মাত্র ৭ রান দিয়ে ৬ টি উইকেট। প্রথম পাঁচটি উইকেট তুলতে তিনি নিলেন ১৯ বল। এই শতকে তো নয়ই, সম্ভবত দেড় শতক আগে অস্ট্রেলিয়ার বিখ্যাত ফাস্ট বোলার চার্লি টার্নারই একমাত্র ডেবিউ টেস্টে এমন নজির গড়েছিলেন।  কিন্তু এই স্কোরবোর্ডিয় কীর্তির হইচই-এর মাঝে আরেকটি মন্তব্য করে বসলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তাঁর ছোট্ট দু শব্দের কমেট্রি লাইন— ‘জাস্ট রিটায়ার!’

অর্থাৎ, অবসর নিয়ে নিন, হে বিস্ময় পেসার! 

কিন্তু কেন? হিসেব খুব সহজ। যাতে আর কেউ কখনো তাঁর কোনো কদর্য পারফরমেন্সের চাদরে এই কীর্তিকে মুড়ে ফেলতে না পারে, তিনি থেকে যেতে পারেন চিরবিস্ময় হয়েই।

জয় গোস্বামীর রানাঘাট লোকালে পেয়েছিলাম জার্মান কবি হেল্ডারলিনের একটি কবিতার অনুবাদ প্রসঙ্গ, বুদ্ধদেব বসুর সেই অনুবাদের শেষ লাইনটি ছিল 'একবার বেঁচেছি দেবতা হয়ে, আর তাই যথেষ্ট আমার।' জয় এ লেখার শেষে বলছেন—

আরও পড়ুন
প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ইলিন অ্যাশ

'নিজের অন্তরের গোপনে দেবতার মতো মহীয়ান হয়ে বাঁচা, সমাজের চোখের অলক্ষ্যে দেবত্বের সিংহাসনে আরোহন করার ভাগ্য - তা যত স্বল্পকালের জন্যই হোক - তা হল কবির উপযুক্ত অবস্থান।'

আরও পড়ুন
ভারতের প্রথম মূক-বধির ক্রিকেটার, খেলেছেন অর্ধশতাধিক প্রথম শ্রেণির ম্যাচও

স্কট বোলান্ড ব্যাগিগ্রিন ক্যাপটি মাথায় তুললেন জীবনের বত্রিশটি বসন্ত পেরিয়ে। আন্তর্জাতিক ক্রিকেটে যা বিরল৷ পেস বোলারের কেরিয়ার যে সময়ে গোধূলিগগন মেঘে ঢলে পড়ে, সে সময়েই তিনি শুরু করলেন যাত্রা। জেসন গিলেসপির পর প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে তিনি ঢুকে পড়লেন ব্যাগিগ্রিন সাম্রাজ্যে। বোলান্ড, আপনি কি এই বাংলার এক হতভাগ্য ধীবর সন্তানকে চেনেন? অকৃতদার নিঃসঙ্গ সেই তরুণ বহু কৃচ্ছ্রসাধন ও উদয়াস্ত হাড়ভাঙা পরিশ্রম করে যতটুকু আয়-উপার্জন করতেন, তার অধিকাংশই ব্যয় করতেন দুঃস্থ পরিচিতজনদের মধ্যে। নিদারুণ অর্থকষ্টের মধ্যেও যথাসম্ভব বই কিনতেন তিনি। কারণ তিনি একটি উপন্যাস লিখতে চেয়েছিলেন। সারাজীবন দুঃসহ লড়াই-এর পর সম্ভবত ঐ একটিই বিখ্যাত উপন্যাস লিখেছিলেন তিনি। কী আশ্চর্য, নতুন বছরের প্রথম দিনটি আবার সেই কালজয়ী লেখকের জন্মদিনও বটে! 

আরও পড়ুন
চাকরি নেই, ইঁটভাটায় দিনমজুরি করছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার!

আপনিও তো তেমনই, ক্রিকেটে একটা টেস্ট ক্যাপ পেতে চেয়েছিলেন হয়ত। আপনার মেলবোর্নের আজকের স্পেল, কিংবা অদ্বৈত মল্লবর্মণের তিতাস একটি নদীর নাম— উপন্যাস কিংবা স্কোরবোর্ডের মায়া পেরিয়ে তাই এক আশ্চর্য দস্তান হয়ে আছে। সেখান থেকে আপনার পরবর্তী যাত্রা শুরু। সেখান থেকে যাত্রা শুরু অসংখ্য মানুষের যাঁরা দেবত্বের স্বাদ পেয়ে গেছে। নবারুণ বলতেন কবিদের বেশিদিন বেঁচে কাজ নেই, তাড়াতাড়ি টেঁসে গেলে লোকে বলবে ইশ! লোকটা মরে গেল, আরও কতকিছু দিতে পারত!

যে কবিতা প্রসঙ্গে এ লেখার অবতারণা, সেই কবি হেল্ডারলিন তাঁর দেবত্ব খুঁজে পেয়েছিলেন প্রেমিকা সুসেটের স্পর্শে। সে প্রেম ভেঙে যাওয়ার পর মানসিক বিকারগ্রস্ত হয়ে বেঁচেছেন বহুদিন। তবু, সেই দেবত্বের বেঁচে থাকার মুহূর্ত, যা সমগ্র জীবনের মানচিত্রে কেবলই এক বিন্দুমাত্র, তাকে ঘিরেই আবর্তিত হয়েছে তাঁর জীবন, তা ই যথেষ্ট। এ পৃথিবীর প্রতিটি কণা, তার মিলন মুহূর্ত প্রত্যাশী। তার আলোর সঙ্গকামী। জীবনে সে মুহূর্ত একবারই আসে। 

আমি নিশ্চিত স্কট বোলান্ড, এতবছর ফার্স্ট ক্লাস খেলতে খেলতে যখন আপনি দেখেছেন হ্যাজলউড, স্টার্ক, কামিন্সের মতো বোলারদের টেস্ট ক্যাপ পেতে, তারকা হয়ে যেতে, যখন ভিক্টোরিয়ার ড্রেসিংরুমে আপনার পাশ থেকে পুরোনো কিটগুলো সরে গিয়ে এসেছে তরুণ ক্রিকেটারদের হইহল্লা, আপনি নিশ্চিত সেই প্রাচীন অরণ্যের বটগাছটির মতো নিঃসঙ্গ হয়েছেন, তবু আপনি দেবত্ব খুঁজতে কখনো খুঁজে নেননি কোনো ডেলিভারি বয়ের কাজ কিংবা ব্যাঙ্ক কেরানির চাকরি। আপনি ক্রিকেটটাই খেলেছেন। মাইকেল ভন আপনাকে অবসর নিতে বলেছেন, হয়তো এ পৃথিবী চাইছে এখানেই থেমে যাক এই অবিশ্বাস্য স্কোরবোর্ড, কারণ এর পরবর্তী গল্পটা বিস্ময় হবে না, জীবনের মতো একঘেয়ে কিছু হবে। চড়াই উতরাই পেরোবে। কিন্তু আমি নিশ্চিত, আপনি আরও খেলবেন। ক্রিকেটীয় বৃত্তান্তের নিয়ম মেনে আপনাকে কখনো মাঠের বাইরে পাঠিয়ে দেবে ব্যাটসম্যান, কখনো আপনার দিকে ধেয়ে আসবে বিতর্কের ঢেউ, তবু, 'মুহূর্ত যায় জন্মের মতো..'— আপনার মুহূর্তে বাঁচা, এক জীবনে আপনার দেবতা হয়ে বাঁচা হয়ে গেল স্কট বোলান্ড, এরপর যতদিন আপনি ক্রিকেট খেলবেন, কবি হেল্ডারলিনের জীবন আপনাকে ছুঁয়ে থাকবে, অদ্বৈত মল্লবর্মণের জীবন আপনাকে ছুঁয়ে থাকবে, পরবর্তী ক্রিকেটিয় কিসসা সেখানে গৌণ...

Powered by Froala Editor