গতবছরের আরেক কৃষ্ণাঙ্গ হত্যার ফুটেজ প্রকাশ্যে আনল মার্কিন পুলিশ, ক্ষোভ আমেরিকায়

‘আই কান্ট ব্রিদ’— এই একটি বাক্য গোটা আমেরিকায় গর্জে উঠছে বারবার। জর্জ ফ্লয়েডের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে। এখনও, এই একবিংশ শতাব্দীর আধুনিক দুনিয়ায় এসে মানুষের গায়ের রং দেখে বিচার করা হয়— এই ব্যাপারটাই মেনে নিতে পারছেন না অনেকে। তবে জর্জ ফ্লয়েডের মৃত্যু কি বিচ্ছিন্ন ঘটনা? একেবারেই তা নয়। আরও হাজার হাজার জর্জ ফ্লয়েড ছড়িয়ে রয়েছে চারপাশে। খোদ আমেরিকাতেই এরকম ঘটনা ঘটেছে আগেও। সেরকমই একটি ঘটনার ভিডিও ফুটেজ সম্প্রতি ভাইরাল হল। যেখানে জর্জ ফ্লয়েডের মৃত্যু দৃশ্যেরই ছোঁয়া…

সম্প্রতি আমেরিকার ওকলাহোমা পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এই মর্মান্তিক ভিডিও। ২০১৯ সালের মে মাসে ওকলাহোমায় ডেরিক এলিয়ট স্কট নামের একজন বছর বিয়াল্লিশের ব্যক্তিকে আটক করে পুলিশ। ঘটনাচক্রে, ডেরিক ছিলেন কৃষ্ণাঙ্গ। তাঁর হাতে হাতকড়া পরানোর পর, মাটিতে আছড়ে ফেলা হয়। এরপরই ঘটে সেই বীভৎস ঘটনা। ঠিক যেভাবে জর্জ ফ্লয়েড মারা গিয়েছিলেন, একইভাবে পুলিশের অত্যাচারে মারা যান ডেরিক স্কটও। তাঁর গলার ওপর হাঁটু চেপে ধরে এক পুলিশ। ডেরিকের মুখ দিয়ে কোন শব্দ বেরিয়ে এসেছিল জানেন? ‘আই কান্ট ব্রিদ ম্যান’… 

অজ্ঞান হয়ে গেলেও পুলিশরা মানতে চাননি। তাঁদের বক্তব্য ছিল, ডেরিক নাকি ‘অজ্ঞান হবার ভান’ করছে! সেই সঙ্গে চলছিল হাসি, ব্যঙ্গ, তির্যক মন্তব্য। এটা যে ভান নয়, সেটা যখন বুঝলেন তাঁরা, ততক্ষণে সব শেষ হয়ে গেছে। সেই পুলিশদেরই একজনের বডি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় পুরো দৃশ্যটি। সেটাই এক বছর পর সামনে আনেন পুলিশরাই। আর জর্জ ফ্লয়েডের পর ডেরিক এলিয়ট স্কটের এমন মৃত্যু বর্ণবিদ্বেষের আন্দোলনের আগুনে ঘি ঢেলেছে। 

অবশ্য পরিসংখ্যান অনুযায়ী, গত এক-দুই বছরে আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনার সংখ্যা যে বেড়েছে তা বলাই যায়। প্রায় প্রতি মাসেই অন্তত একজন করে কৃষ্ণাঙ্গ হত্যার সাক্ষী থেকেছে আমেরিকা। আর অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় স্বয়ং পুলিশ! আইনের রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে, আর রাষ্ট্রের প্রশাসন যখন মদত দেয় সেই কাজে; তখন প্রতিবাদ ছাড়া আর কোনো পথ থাকে না। করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করেও তাঁরা নেমে এসেছেন রাস্তায়। জর্জ ফ্লয়েড, ডেরিক স্কটের মতো আরও হাজার হাজার মানুষের বেঁচে থাকার জন্য চলছে এই প্রতিবাদ।  

আরও পড়ুন
মাথায় বিদ্যুৎ দিয়ে ‘হত্যা’, মিথ্যা অভিযোগে আমেরিকায় মৃত্যুদণ্ড হয়েছিল এই কৃষ্ণাঙ্গ বালকের

Powered by Froala Editor

আরও পড়ুন
মাত্র ২২ বছর বয়সে ঘোষণা ‘আমিই আমেরিকা’, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার মহম্মদ আলি