২৯ ঘণ্টায় তৈরি দশতলা বাড়ি! আশ্চর্য কীর্তি চিনের ইঞ্জিনিয়ারদের

বহুতল বাড়ি আজকাল আমাদের অবাক করে না। আকাশছোঁয়া কত অট্টালিকাই তো ঘিরে রয়েছে আমাদের। নতুন নতুন অট্টালিকাও উঠছে প্রতিদিন। তবে একটা বহুতল বাড়ি বানিয়ে ফেলা তো মুখের কথা নয়। কয়েক মাস, এমনকি এক বছর পর্যন্ত সময় লেগে যায় এর পিছনে। কিন্তু সময়ের এই অপচয়কেই বন্ধ করতে চেয়েছেন চিনের ইঞ্জিনিয়াররা। মাত্র ২৮ ঘণ্টা ৪৫ মিনিটে তাঁরা বানিয়ে ফেলেছেন আস্ত একটা ১০ তলা বাড়ি। সামাজিক মাধ্যমে সেই বাড়ি তৈরির একটি ৫ মিনিটের ভিডিও শেয়ার করেছেন তাঁরা। স্বাভাবিকভাবেই কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে উঠেছে সেই ভিডিও।

১৬ জুন নিউ অ্যাটলাস গ্রুপ থেকে শেয়ার করা হয় এই ভিডিও। জানা গিয়েছে চিনের চাংশা শহরে তৈরি হয়েছে দশতলা এই বাড়িটি। কিন্তু কীভাবে এত কম সময়ে বাড়িটি বানানো সম্ভব? সেটাও পরিষ্কার করে দিয়েছেন ইঞ্জিনিয়াররা। আসলে ছোটো ছোটো ইঁটের বদলে এই বাড়ি তৈরিতে ব্যবহৃত হয়েছে বিরাট বিরাট বোল্ডার। না, মানুষের পক্ষে সেইসব বোল্ডার ওঠানো-নামানো সম্ভব নয়। আর তাই বাড়ি তৈরির কাজে লাগানো হয়েছে ৩টি ক্রেন। অন্যদিকে শ্রমিকের সংখ্যা কিন্তু বেশ কম। মাত্র জনা পঞ্চাশেক শ্রমিক মিলেই তৈরি করে ফেলেছেন বাড়িটি। ক্রেনের সাহায্যে একটি বোল্ডারের উপর আরেকটি বসানোর সঙ্গে সঙ্গে সেগুলি জুড়ে ফেলা হচ্ছে নাট এবং বোল্ট দিয়ে। এরপর ইলেক্ট্রিক এবং জলের জন্য নির্দিষ্ট পাইপলাইন বসানোর কাজটুকু বাকি। এতটাই নিখুঁতভাবে বোল্ডারগুলি সাজানো হয়েছে যে তারপর আর প্লাস্টার করারও দরকার পড়েনি।

শুধুই কম সময়ে বানানো নয়, এই বাড়িটির আরও নানা বৈশিষ্ট্য সত্যিই অবাক করার মতো। ১০ তলা বাড়ির জন্য নেই কোনো ভিত। কেবলমাত্র মাটির সঙ্গে গাঁথা খুঁটিতে ভর দিয়েই টিকে থাকবে এই বাড়ি। আবার প্রয়োজন পড়লে গোটা বাড়িটাই একসঙ্গে সরিয়ে নিয়ে যাওয়াও যাবে। অথবা এক একটি বোল্ডার খুলে আলাদা আলাদাভাবে নিয়ে যাওয়া যাবে অন্যত্র। আবার ভূমিকম্পের সম্ভাবনা দেখা গেলেই সাময়িকভাবে গুটিয়ে রাখা যাবে বাড়ি। চাংশা শহর বেশ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসাবেই চিহ্নিত। আর সেই কারণেই এই অভিনব প্রযুক্তির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। সব মিলিয়ে এমন একটা বাড়িকে আশ্চর্য বললেও কম বলা হয়।

Powered by Froala Editor

আরও পড়ুন
১০০ সেকেন্ড ধরে কৃত্রিম সূর্য জ্বালিয়ে রেকর্ড চিনের

Latest News See More