মৃত্যুর আগে নিজেরই ‘অবিচুয়ারি’ লিখে গিয়েছিলেন যিনি

“আমার সঙ্গে এতগুলো বছর কাটানোর জন্য অনেক ধন্যবাদ। আমার পার্টি শেষ হয়েছে। আশা করি, আমার  অনুপস্থিতি দুঃখ দেবে না কাউকে। রাখবে না পিছুটান। সময় ফুরিয়ে আসছে সকলেরই। বাকি মুহূর্তগুলোকে দারুণভাবে উপভোগ করুন সবাই। চালিয়ে যান নিজেদের পার্টি।” 

এটুকু দেখে মনে হতে পারে দীর্ঘদিন কোনো সংস্থায় কাজ করে নেওয়ার পর হয়তো অবসর নিচ্ছেন কোনো ব্যক্তি। আর তার জন্যই লিখেছেন এই প্রশস্তি। কিন্তু আসলে তা একেবারেই নয়। চেন্নাইয়ের বাসিন্দা এজ্জি কে উমামহেশের লেখা মৃত্যুর আগে নিজের ‘অবিচুয়ারি’। স্বরচিত এই মৃত্যুর শোকবার্তা রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়।

বয়স হয়েছিল ৭২ বছর। গত ১৭ অক্টোবরই পা দিতেন ৭৩-এ। তবে ঠিক তার আগেই দিনই থেমে গেল হৃদস্পন্দন। তার বহু আগে থেকেই এই শোকবার্তা নিজেই লিখে গিয়েছিলেন এজ্জি। পরিবারের সদস্যদের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন তাঁর মৃত্যুর পর যেন খবরের কাগজে প্রকাশিত হয় এই বার্তা। হয়েওছে তেমনটা। সেই সঙ্গে এই একই বার্তা প্রকাশিত হয়েছে তাঁর ফেসবুক প্রোফাইল থেকেও।

চেন্নাইয়ের বাসিন্দা এজ্জি একজন প্রাক্তন মোটর র্যা লি ড্রাইভার। ফর্মুলা ওয়ান, গ্র্যান্ড প্রিক্সেও ডেপুটি সেক্রেটরি হিসাবে কাজ করেছেন তিনি। গত ১৬ অক্টোবর হৃদযন্ত্রের সার্জারির সময়ই মৃত্যু হয় তাঁর। নিজের শরীরের সমস্ত অঙ্গই এজ্জি দান করে গেছেন। পরিপার্শ্বের আর পাঁচটা মানুষেরও রয়েছে সুস্থভাবে বাঁচার অধিকার। আর তার জন্য ন্যূনতম যে উদ্যোগ আমরা নিতে, সেই শিক্ষাও দিয়ে গেছেন তিনি।

বহুবার মৃত্যুকে খুব কাছ থেকেই দেখেছেন এজ্জি। আস্তিকতা নয়, বরং ‘মনুষ্য’-ধর্মে বিশ্বাসী এজ্জি তাই ছিলেন মুহূর্তবাদী। প্রত্যেক মুহূর্তকেই উপভোগ করে যাওয়ার উপদেশই যেন মিশে গেছে তাঁর শোকবার্তায়। যে এপিটাফ মনে করিয়ে দিচ্ছে জীবন ক্ষণস্থায়ী। আর সেই লেখাকে করে তুলেছে আরও হৃদয়বিদারক। এপিটাফের শেষে এসে এজ্জির স্মরণে এসেছে লেননের গানও। ‘Life is what happens to you while you are busy making other plans’।

মৃত্যুকে কেউ সত্যিই এতটা হালকাভাবে নিতে পারে আগে থেকে? এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। বিস্মিত করছে, ভাবিয়ে তুলছে নেটিজেনদের...

আরও পড়ুন
মৃত্যুতেও একই কবরে শুয়ে তাঁরা; বিশ্বযুদ্ধ ও দুই পুরুষের রূপকথার প্রেম

Powered by Froala Editor