প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, মৃত্যুর কারণ আত্মহত্যা!

মাত্র ১২ বছরেই ইতি ঘটল অভিনয় জীবনের। 'দিল বেচারা' সিনেমার মুক্তির কয়েক মাস আগেই মারা গেলেন সুশান্ত সিং রাজপুত। সূত্রের খবর, রবিবার সকালে মুম্বইতে তাঁর বাসগৃহ থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে  মৃতদেহ। ঘরে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে।

২০০৮ সালে 'কিস দেশ মে হ্যায় মেরা দিল' ধারাবাহিকে পবিত্র ঋষিকা চরিত্রে আত্মপ্রকাশ সুশান্ত সিং-এর। জনপ্রিয়তার শুরু সেই থেকেই। বড়ো পর্দায় প্রথম অভিনয় ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত 'কাই পো চে' সিনেমাতে। এরপর একের পর এক অভিনয় করেছেন পিকে, শুধ দেশি রোম্যান্স, রাবতা, সোনচিরিয়ার, ছিছোরে- মতো একাধিক ব্লক বাস্টার সিনেমায়। এছাড়াও তাঁকে আমরা পেয়েছি দিবাকর ব্যানার্জি পরিচালিত ব্যোমকেশ বক্সী চরিত্রে এবং মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে। 

পাটনা শহরের এক সাধারণ সরকারি কর্মচারীর ছেলে হয়ে, ইঞ্জিনিয়ারিং কেরিয়ার ছেড়ে অভিনয় জগতে পা দেওয়াটা সহজ ছিল না। কিন্তু একবার নিজের ইচ্ছেয় যে মঞ্চে তিনি পা দিয়েছেন, সেখানে আর পিছন ফিরে তাকাতে হয়নি। এত অল্প সময়ে দেশের প্রথম সারির অভিনেতাদের তালিকায় নাম তুলে নেওয়া সহজ ছিল না। কিন্তু সুশান্ত সেটা করে দেখিয়েছেন।

গত মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল ‘ফল্ট ইন আওয়ার স্টারস’ উপন্যাস অবলম্বনে মুকেশ চাবরার সিনেমা ‘দিল বেচারা’। যদিও লকডাউনের কারণে পিছিয়ে গিয়েছে সময়। এই সিনেমাকে ঘিরেও দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। সেলিব্রেটি হিসাবে তাঁর জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধিই পাচ্ছিল। কিন্তু এর মধ্যেই কী কারণে হঠাৎ তিনি আত্মহত্যা করলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। সেলিব্রেটি জীবনের অবসাদকে এই মৃত্যুর জন্য দায়ী করছেন অনেকে। আবার ঘটনার অন্য ব্যাখ্যাও পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন
মহামারীর মধ্যে ঘিরে ধরেছে দারিদ্র্য, ফল বিক্রি করছেন বলিউডের অভিনেতা

কিছুদিন আগেই একটি বহুতল ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছিলেন সুশান্ত সিং-এর ব্যক্তিগত ম্যানেজার দিশা সাইলান। এর পরেই অভিনেতা নিজেও আত্মহত্যা করলেন। এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন অনেকে। অবশ্য আত্মহত্যার কারণ যাই হোক, ভারতীয় চলচ্চিত্র যে একজন প্রতিশ্রুতিমান অভিনেতাকে হারাল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সুশান্ত সিংএর মৃত্যুতে তাই শোকের ছায়া নেমেছে বলিউডে। দর্শকরাও তাঁদের প্রিয় নায়কের মৃত্যুতে শোকস্তব্ধ।

আরও পড়ুন
ইরফানের নামে গ্রামের নামকরণ, প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধার্ঘ মহারাষ্ট্রের গ্রামবাসীদের

Powered by Froala Editor

আরও পড়ুন
প্রয়াত অভিনেতা ইরফান খান, ৫৩ বছর বয়সেই শেষ হল যাত্রা