মাত্র ৫০ বছর বয়সেই চলে গেলেন বলিউড পরিচালক নিশিকান্ত কামাট

২০২০ সাল যেন চারিদিক থেকে দুঃসংবাদ বয়ে নিয়ে আসছে। আর এর মধ্যেই বিদায় নিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাট। ২০০৫ সাল থেকে মারাঠি সিনেমার দর্শকদের মন জয় করে তারপর পা রেখেছিলেন বলিউডের মঞ্চে। সেখানেও একইভাবে মন জয় করেছিলেন সকলের। কিন্তু সর্বমোট মাত্র ৮টি সিনেমা পরিচালনা করেই বিদায় নিলেন তিনি।

গত ৩১ জুলাই জন্ডিসে আক্রান্ত হয়ে হায়াদ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন নিশিকান্ত। কিন্তু প্রাথমিক পরীক্ষার পরেই ডাক্তাররা বুঝলেন সিরোসিস রোগে আক্রান্ত হয়েছে নিশিকান্তর লিভার। প্রথম থেকেই দুশ্চিন্তা ছিল। কিন্তু সোমবার সকালে চিকিৎসকরা জানিয়েছিলেন তাঁর স্বাস্থ্য আপাতত নিরাপদ। অথচ এই কথা জানানোর কয়েক মিনিটের মধ্যে মারা গেলেন পরিচালক। তাঁর মৃত্যুসংবাদ জানিয়ে শোকপ্রকাশ করেছেন রেণুকা সাহানে, জিসান কুয়াদ্রির মতো তারকারা।

২০০৫ সালে মারাঠি ভাষায় ‘দোম্বাভালি ফাস্ট’ পরিচালনার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ নিশিকান্ত কামাটের। বলিউডে পদার্পন ২০০৮ সালের ‘মুম্বই মেরি জান’ সিনেমা দিয়ে। এরপর ‘মাদারি’, ‘ফোর্স’, ‘দৃশ্যম’-এর মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। অজয় দেবগন, ইরফান খান, সোহা আলি খান, পরেশ রাওয়ালের পাশাপাশি তিনি কাজ করেছেন জন আব্রাহামের সঙ্গেও। নিজেও অভিনয় করেছেন ‘রকি হ্যান্ডসাম’, ‘জুলি ২’, ‘ভবেশ যোশি’ প্রভৃতি সিনেমায়। ভারতীয় সিনেমার জগতে এক নতুন শৈলীর সঙ্গে পরিচয় করিয়েছেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড এবং অবশ্যই সিনেমার দর্শকরা।

Powered by Froala Editor

আরও পড়ুন
চলে গেলেন বলিউডের 'মাস্টারজি', সরোজ খানের মৃত্যুতে শোকের ছায়া

Latest News See More