নিজেদের উদ্যোগেই তৈরি ঝুলন্ত সেতু, আশ্চর্য কীর্তি অরুণাচলের গ্রামবাসীদের

সারা পৃথিবী যখন করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে, তখন ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে উপস্থিত হয়েছে আরেক ভয়ঙ্কর সময়। বহু রাজ্য ভেসে গিয়েছে বন্যায়। আর এর মধ্যে দুর্গম পাহাড়ি অঞ্চলের ছোট ছোট গ্রামগুলি সবথেকে বেশি বিপদের মধ্যে পড়েছে। কিন্তু এই বিপদের মধ্যেও লড়াই ছাড়েনি মানুষ। আর সেই লড়াইয়ের সাক্ষী থাকল অরুণাচল প্রদেশের উচ্চ সানবনসিরি জেলার মানুষ।

বন্যায় ভেসে গিয়েছিল জেব কোরো নদীর উপর থাকা সেতু। এই সেতু ছিল গিটে-রিপা সার্কেলে বসবাসকারী হেচ ও লোদু সম্প্রদায়ের মানুষের পরস্পরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম। আর এই সেতু ভেসে যাওয়ায় পুণর্নির্মাণের জন্য সরকারের অপেক্ষায় বসে থাকেননি গ্রামবাসীরা। বরং নিজেরাই গড়ে তুলেছেন এক ঝুলন্ত সেতু।

গিটে-রিপা এলাকার মানুষের সঙ্গে এই কাজে এগিয়ে এসেছে অরুণাচল প্রদেশের বেশ কিছু সামাজিক সংগঠন। এর মধ্যে আছে ইউনাইটেড ইউথ ফ্রন্ট ডাম্পরিজো, বেলি বিয়াক দেরে ইউথ অ্যাসোসিয়েশন এবং প্রাইমারি লেভেল ফেডারেশন মহিলা সমবায় সমিতি। আর এই উদ্যোগ আরেকবার প্রমাণ করে দিল, মানুষ তার বেঁচে থাকার যাবতীয় উদ্যোগ নিজেরাই নিতে পারেন। তার জন্য কোনো রাষ্ট্রের প্রয়োজন পড়ে না। কিছুদিন আগে আসামের কামরূপ জেলার গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সেতু নির্মাণ করেছিলেন। আবারও একই নিদর্শন স্থাপন করল উত্তর-পূর্বের আরেক রাজ্যের মানুষ। স্বনির্ভরতার হয়তো আর খুব দূরের স্বপ্ন নয়।

Powered by Froala Editor

আরও পড়ুন
ঝড়ে সর্বস্ব হারিয়েও আবার বাঁধ তৈরিতে ব্যস্ত সুন্দরবনের গ্রামবাসীরা, দেখুন ভিডিও