সমুদ্রের নিচে প্রাচীন সভ্যতার হদিশ, ঐতিহাসিকদের নজরে অস্ট্রেলিয়ার উপকূল

একটি শহর, একটি দেশের ভেতর লুকিয়ে থাকে নানা ইতিহাস। সেসব উঠে এলে জায়গাটা যেন অন্য একটা রূপ পায়। তবে সব ইতিহাস যে দেখা যাবে তা নয়। কিছু আবার মাটির নিচে বা গভীর সমুদ্রে ডুবে থাকে। ঠিক যেমনটা দেখা গেল অস্ট্রেলিয়ায়। সেই দেশের সমুদ্রতট থেকেই প্রাচীন সভ্যতার বেশ কিছু নিদর্শন উদ্ধার করেছেন প্রত্নতত্ত্ববিদরা। যা সেখানকার প্রাচীন ইতিহাস সম্পর্কে আরও কিছু নতুন তথ্য এনে দেবে বলে মনে করছেন ঐতিহাসিকরা।

অকুস্থল পশ্চিম অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূল। সেখানেই সমুদ্রের নিচে বেশ কয়েকবার অভিযান চালিয়ে নানা প্রত্নবস্তু উদ্ধার করেছেন ঐতিহাসিকরা। প্রথম ধাপে কয়েকশো প্রাচীন পাথুরে যন্ত্র, অস্ত্র ইত্যাদি পাওয়া যায়। দ্বিতীয় ধাপে ১৪ মিটার গভীরে সভ্যতার বেশ কিছু নিদর্শন পাওয়া যায়। ঠিক কী কী পাওয়া গেছে সেখানে, কী পাওয়ার সভাবনা আছে, সেসব নিয়ে সবটা জানা যাচ্ছে না। তবে মনে করা হচ্ছে এই প্রত্নবস্তুগুলি আনুমানিক সাত হাজার থেকে সাড়ে আট হাজার বছর আগের। সেই সময় অস্ট্রেলিয়ার এই অংশেও যে ছোটখাটো সভ্যতা তৈরি হয়েছিল, সে সম্পর্কে একরকম নিশ্চিত ঐতিহাসিকরা। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় এরকম আদিম সভ্যতার নিদর্শন এর আগে সেরকম পাওয়া যায়নি। কাজেই এই প্রেক্ষিতে অভিযানটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। 

বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ বরফ যুগের আশেপাশের সময় বা খানিক আগেই এখানে মানুষের বসতি গড়ে ওঠে। বরফ যুগের পর এই পুরো অঞ্চলটি জলের তলায় চলে যায়। ফলে যে বসতি গড়ে উঠেছিল সেসব শেষ হয়ে যায়। হয়তো এখনও সন্ধান করলে সেই নিদর্শন পাওয়া যাবে বলে মনে করছেন ঐতিহাসিকরা। জোরকদমে শুরু হয়েছে কাজ। ইতিমধ্যেই ২৬৯টি নিদর্শন ম্যাপিং করা হয়েছে। কাজ এগোলে হয়তো আরও পাওয়া যাবে, সেই আশাই রাখছেন তাঁরা। 

Powered by Froala Editor