প্রাচীন মায়া সভ্যতার প্রাসাদের হদিশ মিলল মেক্সিকোয়

মায়া সভ্যতার ইতিহাস সম্পর্কে কৌতূহলের শেষ নেই মানুষের। তা সে চিচেন ইৎজাই হোক, বা তাঁদের শহরগুলি। খ্রিস্টপূর্ব ২০০০-২৫০ অব্দ পর্যন্ত অস্তিত্ব ছিল মায়া সভ্যতার। আর, খ্রিস্টপূর্ব ২৫০-৯০০ সালে উন্নতির শিখরে পৌঁছেছিল তারা। অন্তত ইতিহাসবিদদের গবেষণা থেকে জানা যায় সাম্প্রতিককালে, ভূতত্ত্ববিদরা মেক্সিকোতে মায়া সভ্যতায় তৈরি একটি প্রাচীন প্রাসাদের ধ্বংসাবশেষের হদিশ পেলেন। আর তা নিয়েই জেগেছে নতুন চাঞ্চল্য।

কুলুবার এই স্থাপত্যটি ৫৫ মিটার লম্বা, ১৫ মিটার চওড়া এবং ছয় মিটার উঁচু। মেক্সিকোর ন্যাশানাল ইন্সটিটিউট অফ অ্যান্থ্রোপলজি অ্যান্ড হিস্ট্রির গবেষকদের মতে, এই স্থাপত্যটিতে ছয়টি ঘর ছিল। ভূতাত্ত্বিকরা একটি কবরস্থানও খুঁজে পেয়েছেন ওই অঞ্চলে। তাঁদের ধারণা, কঙ্কালগুলি নিয়ে গবেষণা করলে, মায়া সভ্যতার মানুষদের সম্বন্ধে আরও কিছু তথ্যের হদিশ পাওয়া সম্ভব হবে। ইয়াকুতান-এর উত্তর-পূর্বে অবস্থিত এই অঞ্চলের স্থাপত্যের বৈশিষ্ট্যগুলি এখনও অধরা ইতিহাসবিদদের কাছে। কুলুবার এই স্থাপত্যের হদিশ পাওয়ার ফলে সহজ হবে সেখানকার সভ্যতার ধারণা পাওয়াও।

তাঁদের কথায়, এই ধ্বংসাবশেষ ঘিরে গাছ লাগালে অঞ্চলটি প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবে। বেশ কিছু স্থাপত্যের রং আজও অটুট রয়েছে। তাই গবেষণার কাজে এই অঞ্চলটিকে সংরক্ষণ করা আশু প্রয়োজন।

More From Author See More