দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেডেলজয়ী বাবা, জানতেন না সন্তানরাও!

বাবার প্রকৃত পরিচয় জানতেন না তাঁর দুই সন্তানই। জানতেন না, তাঁরা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক সেনানায়কের সন্তান। হঠাৎ পুরনো বাড়ি পরিষ্কার করতে গিয়েই উঠে এল সেই তথ্য। সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে আমেরিকার নর্থ ক্যারোলিনা অঞ্চলে। অবশ্য সমস্ত নথি খুঁজে পেয়েছেন বর্তমানের এক নৌসেনা। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের তথ্য সংগ্রহ করতে গিয়েই মার্কিন নেভির সেনা ডোনাল্ড হেলফারের নাম জানতে পারেন। তাঁকে নিয়ে আরও তথ্য জোগাড় করতে গিয়েই পৌঁছে যান নর্থ ক্যারোলিনার বাসভবনে।

নৌসেনা জেফ ট্রুইটের কথায়, হেলফার ছিলেন মার্কিন নেভির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী একজন সেনানায়ক। তাঁর বীরত্বের জন্য কৃতজ্ঞতা জানিয়ে চিঠি লিখেছিলেন খোদ প্রেসিডেন্ট ট্রুম্যান। হেলফারের বাড়ি থেকেই সেই চিঠি উদ্ধার করেছেন তিনি। সঙ্গে আরও রোমাঞ্চকর নানা নথি। তবে ১৯৯৩ সালে মৃত্যুর আগে পর্যন্ত হেলফার এইসব কোনো তথ্যই কাউকে জানতে দেননি।

ট্রুইটের কথা থেকে জানা যায়, হেলফার শুধু যে আমেরিকার প্রতিরক্ষার কাজে নিযুক্ত ছিলেন তাই নয়, যুদ্ধের সময় ২৮ বার শত্রু শিবিরে অভিযান চালিয়েছেন তিনি। হেলফারের নিজস্ব নোটবুকে লেখা আছে সেইসব অভিযানের বিশদ বিবরণ। যুদ্ধের পুরস্কার হিসাবে পাওয়া নানা মেডেল, ছবি সবই যত্ন করে রেখে দিয়েছিলেন তিনি। কিন্তু পরিবারের কাউকেও সেসব জানতে দেননি। তাঁর সন্তানরা জানতেন যে তিনি একসময় মার্কিন নেভিতে কাজ করেছেন। কিন্তু সেই সময় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, একথা কারোর জানা ছিল না। তাঁর বীরত্বের কথা তো নয়ই।

ইতিহাস খুঁড়ে একজন বিস্মৃত নায়কের কথা উদ্ধার করে আনলেন জেফ ট্রুইট। কিন্তু আরও কতজন আড়ালে থেকে গিয়েছেন, তার হিসাব নেই। কেনই বা নিজের পরিচয় গোপন করেছিলেন হেলফার? আজ তার উত্তর আর পাওয়া যাবে না।

আরও পড়ুন
সুড়ঙ্গের ভিতরে ২৭০টি মৃতদেহ! প্রথম বিশ্বযুদ্ধের চিহ্ন ফ্রান্সে

Powered by Froala Editor

More From Author See More

Latest News See More