উপড়ানো গাছ পুনর্বাসনের জন্য ‘কাঁধে’ তুলে নিলেন গ্রামবাসীরাই!

গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন একদল যুবক। আর তাঁদের কাঁধে আস্ত একটা গাছ। গাছ নিয়ে কোথায় চলেছেন তাঁরা?  চলেছেন বিকল্প বাসস্থান খুঁজতে। এই গাছের জন্যই বিকল্প বাসস্থান। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে উঠেছে এমনই একটি ছবি। চারিদিকে যখন গাছকাটা এবং অরণ্য ধ্বংস করা নিয়ে আলোড়ন চলছে, তখনই এমন একটি ব্যতিক্রমী ছবি উঠে এল।

টুইটারে ছবিটি শেয়ার করেছেন ঝাড়খণ্ডের ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, এই একটি ছবিই হাজারটা কথা বলে যায়। জানা গিয়েছে, সাম্প্রতিক ঝড়ে ঝাড়খণ্ডের নানা গ্রামে বেশ কিছু গাছ ভেঙে পড়ে। এই গাছটিও সেভাবেই ঝড়ে ভেঙে পড়েছিল। কিন্তু জীবন্ত একটি গাছকে এভাবে বিদায় দিতে প্রস্তুত ছিলেন না গ্রামের যুবকরা। গাছটিকে তার পুরনো জায়গায় আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। ফলে শেষ পর্যন্ত অন্য জায়গায় সেটিকে পুনরায় স্থাপিত করার চেষ্টা করেছেন।

যুবকরা গাছটিকে বেঁধে ফেললেন অন্য একটি কাঠের পাটাতনের সঙ্গে। তারপর সেই পাটাতন কাঁধে তুলে রওয়ানা দিলেন মাঠের অপর প্রান্তে। সামাজিক মাধ্যমে এই বিষয়টি নিয়ে উঠে এসেছে নানা মন্তব্য। প্রায় সকলের মতেই, আজকের পৃথিবীতে সবচেয়ে জীবন্ত সমস্যা হল পরিবেশ দূষণ ও বাস্তুতন্ত্র ধ্বংস। আর এই সমস্যাকে রুখে দিতে পারে একমাত্র বনসৃজন। গাছ ছাড়া প্রাণীরাও বেঁচে থাকতে পারে না। এই অবস্থায় গাছকে বাঁচিয়ে রাখা প্রত্যেকটা মানুষের কর্তব্য।

অনেকেই প্রশ্ন তুলেছেন, রাস্তা সম্প্রসারণ বা অন্যান্য কোনো সরকারি প্রকল্পের জন্য মানুষের বাসস্থান ভাঙা পড়লে তো পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তাহলে গাছ কাটা পড়লে কেন পুনর্বাসনের ব্যবস্থা নেই? সব প্রশ্নের উত্তর হয়তো আজই পাওয়া সম্ভব নয়। তার জন্য আরও পরিকাঠামো প্রয়োজন। কিন্তু তার আগে প্রাথমিকভাবে প্রয়োজন গাছের প্রতি মানুষের আন্তরিকতা। ঝাড়খণ্ডের যুবকদের এই উদ্যোগ সেখানে নিঃসন্দেহে এক ব্যতিক্রমী উদাহরণ রেখে যায়।

আরও পড়ুন
গাছতলায় ‘মুঘল-এ-আজম’এর গান রেকর্ড; গানের পুস্তিকা লিখেছেন শার্লক হোমসও!

Powered by Froala Editor

আরও পড়ুন
গাছের পাতা থেকেই স্যানিটাইজার! আশ্চর্য দাবি উত্তরবঙ্গের গ্রামের!